আজ রবিবার ১৯ ফেব্রুয়ারী ২০২৩, সপ্তাহের প্রথম দিন উভয় স্টক এক্সচেঞ্জের মূল্য সূচকের পতনে লেনদেন চলছে।
আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ শেয়ারের দরপতন হয়েছে। আজ বেলা ১২ টা পর্যন্ত ডিএসইতে ১১৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২৩৬ পয়েন্টে। অন্য সূচক গুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ ৩৬৪ পয়েন্টে, এবং ডিএস৩০ সূচক দশমিক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২২২৩ পয়েন্টে।
অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন চলছে। আজ সিএসইতে লেনদেন কেবল কোটি টাকা।