আজ ১৩ই ফেব্রুয়ারী ২০২৩, সপ্তাহের ২য় দিন উভয় স্টক এক্সচেঞ্জের সূচক বাড়লেও লেনদেন নেতিবাচক ধারাতে শেষ হয়েছে।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল সূচক বাড়লেও লেনদেন গত দিনের চেয়ে কমেছে। আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৩৫.৪১ কোটি টাকার শেয়ার। যা গতদিন ছিল ৪৭০.৮৪ কোটি টাকার শেয়ার। আজ ডিএসইতে গত দিনের চেয়ে ৩৫.৪৩ কোটি টাকার কম শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
লেনদেনে আজ মূল সূচক ডিএসইএক্স সূচক ১৪.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৭০.৮৭ পয়েন্টে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৭১.৬৬ পয়েন্টে। ডিএস ৩০ সূচক ৬.৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২২৩২.০৯ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩১৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৬ টির, দাম কমেছে ১১৩ টির এবং দাম অপরিবর্তিত ছিল ১৪৫ টির।
অপরদিকে দেশের ২য় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে এবং লেনদেন গত দিনের চেয়ে কমেছে। আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২০.১৩ পয়েন্ট বেড়ে সূচক অবস্থান করছে ১৮৪৯৮.৪৯ পয়েন্টে।
আজ সিএসইতে মোট ৬.৬৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকাল ছিল ৮ কোটি টাকা। আজ সিএসইতে গত দিনের চেয়ে ১.৩৪ কোটি টাকার বেশি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
আজ সিএসই তে মোট ১২২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে মাত্র ৩৫ টির, কমেছে ৩৫ টির এবং অপরিবর্তিত ছিল ৫২ টি কোম্পানির ।
আজ উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনের শুরুতেই বাজার নেতিবাচক ধারা দিয়ে শুরু হয়। তারপর বেশির ভাগ সময়ই বাজার ওঠা-নামার মধ্যে ছিল। বেলা ১ টার পর থেকে বাজারে কিছুটা ইতিবাচক হবার চেস্টা পরিলক্ষিত হয় এবং দিন শেষে উভয় স্টক এক্সচেঞ্জের সূচকের ইতিবাচক ধারা অব্যাহত রেখে আজকের লেনদেন করে।
উল্লেখ্য, আজ উভয় স্টক এক্সচেঞ্জেই সূচক বাড়লে লেনদেন গতদিনের কমেছে। আজ উভয় স্টক এক্সচেঞ্জে বহুদিন পরে এপেক্স গ্রুপের দুটি কোম্পানি টপ গেইনিং তালিকার প্রথমে ছিল।