ঢাকা শেয়ার বাজার

১৮ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার ৫ ফাল্গুন ১৪৩১

এআই চাকরিচ্যুত করতে পারে গুগলের ৩০ হাজার কর্মীর

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

করোনার পরে আবারও ২০২২ সালে বিশ্বের উন্নত দেশগুলোর প্রযুক্তি কোম্পানিগুলোতে বিপুলসংখ্যক কর্মী ছাঁটাই হয়েছে। ২০২৩ সালেও সেই ধারাবাহিকতা কমবেশি অব্যাহত ছিল। এবার ২০২৩ শেষ প্রান্তে এসে জানা গেল, প্রযুক্তি খাতের জায়ান্ট কোম্পানি গুগলে আবারও বিপুল পরিমাণ ছাঁটাই হতে পারে। এবার ৩০ হাজার কর্মীর চাকরি চলে যেতে পারে।

ছাঁটাইয়ের কারণ আর কিছু নয়, সেই বহুল চর্চিত এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। গুগল এখন তাদের বিজ্ঞাপন বিক্রয় বিভাগকে পুনর্গঠন করছে। কারণ, তাদের দৈনন্দিন কার্যসম্পাদনে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ছে। সে কারণে উদ্বেগ তৈরি হয়েছে যে এই বিজ্ঞাপন বিক্রয় বিভাগে বড় ধরনের ছাঁটাই হতে পারে এবং সেই সংখ্যা ৩০ হাজার পর্যন্ত উঠতে পারে।

হিন্দুস্তান টাইমসের সংবাদে বলা হয়েছে, সম্প্রতি গুগলের বিজ্ঞাপনসংক্রান্ত আন্তবিভাগীয় বৈঠকে এ ছাঁটাইয়ের বিষয়টি আলোচিত হয়েছে। গুগল নতুন প্রজন্মের এআইভিত্তিক বিজ্ঞাপন চালু করার পর এ বাস্তবতা তৈরি হয়েছে।

এআইভিত্তিক বিজ্ঞাপন সম্ভাবনার নতুন দ্বার উন্মুক্ত করেছে। এর মাধ্যমে গুগল গ্রাহকদের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ওয়েবসাইট স্ক্যান করা ও স্বয়ংক্রিয়ভাবে কি–ওয়ার্ড তৈরির সুযোগ দিচ্ছে এবং সেই সঙ্গে শিরোনাম, ছবি ও বিজ্ঞাপনের অন্যান্য সুবিধাও দিচ্ছে।

গত কয়েক বছরে এআই বিপুল জনপ্রিয়তা পেয়েছে। গুগলের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক ল্যাবরেটরিতে এ নিয়ে নানামুখী গবেষণা হচ্ছে এবং কীভাবে এর মাধ্যমে কোম্পানির কার্যক্রম আরও মসৃণভাবে পরিচালনা করা যায়, তা খতিয়ে দেখা হচ্ছে।

২০২২ সালজুড়ে প্রযুক্তি কোম্পানিগুলোতে বিপুল ছাঁটাই হয়েছে। সেবার গুগলের ১২ হাজার কর্মীর চাকরি চলে যায়। সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই; বলেছেন, কী কারণে এই কঠিন পরিস্থিতির সৃষ্টি হলো। সুন্দর পিচাই বলেন, এই ছাঁটাইয়ের কারণে কর্মীদের মনোবল দুর্বল হয়ে গেছে। যদিও পিচাই সেই ছাঁটাইয়ের সাফাই গাইতে গিয়ে বলেছেন, ছাঁটাই করা না হলে ভুল হতো। পরিস্থিতি খুব কঠিন ছিল, কিন্তু ছাঁটাই প্রয়োজনীয় ছিল বলে তাঁর মত।

সুন্দর পিচাই বলেন, ছাঁটাই করা না হলে কোম্পানিতে জনবলের আধিক্য হতো, ফলে এখন এআইসহ বিভিন্ন খাতে যে বিনিয়োগ করতে হচ্ছে, তা খুবই কঠিন হয়ে যেত।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।