পুঁজিবাজারে তালিকাভুক্ত এইচ আর টেক্সটাইল লিমিটেডের (HRTEX)ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে।কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (NCR) ,৩০ জুন ,২০২২পর্যন্ত নিরীক্ষিত আর্থিক বিবৃতির উপর ভিত্তি করে এর দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে “এ+”এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-২।
খবরটি আজ ডিএসইর নিউজ বিভাগে প্রকাশিত হয়েছে।