সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন https://www.facebook.com/dhakasharebazar/
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি এএফসি এগ্রো বায়োটেক লিমিটেডের (AFCAGRO)একজন স্পনসর এবং একটি কর্পোরেট পরিচালকের তাদের বিক্রয় এবং ক্রয় নিশ্চিত করেছেন।
কোম্পানির অন্যতম পৃষ্ঠপোষক মোঃ সায়াদুর রহমান আর জানিয়েছেন যে তিনি তার ২৫,৪৬,২৭৭ টি শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। এবং এই শেয়ার গুলি কোম্পানির কর্পোরেট ডিরেক্টর AFC ক্যাপিটাল লিমিটেড ক্রয় সম্পন্ন করেছে বলে জানিয়েছেন।
গত ২৪ জানুয়ারি ,২০২৩ তারিখে প্রচারিত ঘোষণা অনুযায়ী ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটের মাধ্যমে বাজার মূল্যে কিনেছেন।