আজ মঙ্গলবার৩১ই জানুয়ারী২০২৩ তারিখে ১০০/= (একশত) টাকা মূল্যমান বাংলাদেশ প্রাইজ বন্ডের ১১০তম ড্র অনুষ্ঠিত হয়েছে। সব সিরিজের ০০৮৮৭০৮ নম্বরটি প্রথম ও ০৩৮৮৪৫৫ নম্বরটি দ্বিতীয় পুরস্কার পেয়েছে।
আজ মঙ্গলবার ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়। একশত টাকা মূল্যমান বাংলাদেশ প্রাইজব ন্ডের ড্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান। নিয়ম অনুযায়ী প্রথম পুরস্কর বিজয়ী প্রত্যেককে ছয় লাখ ও দ্বিতীয় পুরস্কার বিজয়ী তিন লাখ ২৫ হাজার টাকা করে পাবেন। আর তৃতীয় পুরস্কার এক লাখ টাকা বিজয়ী নম্বর দুটি হলো ০২৪৯১৮৫ ও ০২৫১৯৬২। এছাড়া চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা বিজয়ী নম্বর দুটি হলো ০৩৯৬৩২৮ ও ০৬১৬২০৫।
উল্লেখ্য, ‘ড্র’-এর নির্ধারিত তারিখ হইতে ৬০ দিন পূর্বে (বিক্রয়ের তারিখ ধরে এবং ‘ড্র’-এর তারিখ বাদ দিয়ে) যে সমস্ত প্রাইজবন্ড বিক্রয় হয়েছে। সেগুলো এই ‘ড্র’-এর আওতায় আসবে। আয়কর অধ্যাদেশ-১৯৮৪-এর ৫৫ ধারার নির্দেশনা অনুযায়ী ১ জুলাই ১৯৯৯ হইতে প্রাইজবন্ড পুরস্কারের অর্থ হতে ২০ শতাংশ হারে উৎসে কর কর্তন করার বিধান রয়েছে।