বেসরকারি খাতের ৫টি শরিয়াহভিত্তিক ব্যাংককে খুব শিগগিরই একীভূত করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। সেইসঙ্গে একীভূত হলেও এসব ব্যাংকের কর্মীরা চাকরি হারাবেন না বলেও আশ্বস্ত করেছেন তিনি।
শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংককে একীভূত করে একটি ব্যাংকে রূপান্তর করার প্রক্রিয়া চূড়ান্তপর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। আর তা জাতীয় নির্বাচনের আগেই হবে বাংলাদেশ ব্যাংকের বোর্ড রুমে গতকাল এক সংবাদ সম্মেলনে গভর্নর এ কথা জানান।
গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ‘নির্বাচনের সঙ্গে ব্যাংক মার্জারের কোনো সম্পর্ক নেই। এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা আশা করব পরবর্তী সরকার এসে এ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে। তবে নির্বাচন পর্যন্ত অপেক্ষা না করে কয়েক মাসের মধ্যেই পাঁচটি ইসলামী ব্যাংক মার্জার করা হবে। এক্ষেত্রে ব্যাংক কর্মকর্তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই।তবে প্রয়োজনে শাখাগুলো স্থানান্তর করা হবে। শহরে বেশি শাখা হলে গ্রামে পাঠানোর ব্যবস্থাকরা হতে পারে।’
শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর গভর্নর হিসেবে দায়িত্ব নিয়ে আহসান এইচমনসুর দেশের ১৪টি বেসরকারি ব্যাংকের পর্ষদ ভেঙে দেন। এ ব্যাংকগুলোর মধ্যেশরিয়াহভিত্তিক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক(এসআইবিএল), ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংকও রয়েছে। এরপ্রথম চারটি ব্যাংকেরই নিয়ন্ত্রণ ছিল এস আলম গ্রুপের হাতে। বাংলাদেশ ব্যাংকেরকর্মকর্তারা জানান, আন্তর্জাতিক বিভিন্ন অডিট ফার্ম দিয়ে পর্ষদ ভেঙে দেয়া ব্যাংকগুলোর অ্যাসেট কোয়ালিটি রিভিউ (একিউআর) করা হয়েছে। এর মধ্যে শরিয়াহভিত্তিক পাঁচব্যাংকের নিরীক্ষা করেছে আন্তর্জাতিক অডিট ফার্ম ‘আর্নস্ট অ্যান্ড ইয়াং’ ও ‘কেপিএমজি’।এরই মধ্যে এ ব্যাংকগুলোর একিউআর শেষ হয়েছে।
একিউআর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, শরিয়াহভিত্তিক এ পাঁচ ব্যাংকে জমা থাকা আমানতের পরিমাণ ১ লাখ ৫৮ হাজার ৬০৬ কোটি টাকা। আর ব্যাংকগুলোর বিতরণকৃতঋণের (বিনিয়োগ) স্থিতি ১ লাখ ৯১ হাজার ৫৮৫ কোটি টাকা। এর মধ্যে ১ লাখ ৪৬ হাজার ৯১৮ কোটি টাকাই খেলাপি হিসেবে চিহ্নিত হয়েছে। ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের ৭৬.৬৯ শতাংশই খেলাপি। এ পাঁচ ব্যাংকের সঞ্চিতি ঘাটতির পরিমাণও ৭৪ হাজার৫০১ কোটি টাকা বলে নিরীক্ষায় উঠে এসেছে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।