টানা ৯ কর্ম দিবস পরে গতকাল উভয় স্টক এক্সচেঞ্জের সূচক ও লেনদেনে ইতিবাচক ইতিবাচক ধারা থাকলে ও আজ আবার উভয় স্টক এক্সচেঞ্জের সূচকের নেতিবাচক ধারাতে লেনদেন চলছে।
আজ বাজার শুরুতে ইতিবাচক থাকলেও সকাল ১১.৫০ এর পর থেকে বাজার নেতিবাচক ধারাতে চলে আসে।
তবে সূচক নেতিবাচক ধারাতে চললেও দুপুর ১২ টা পর্যন্ত লেনদেন গতি দিনের চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের বেড়েছে তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন গতদিনের চেয়ে কিছুটা কমেছে দুপুর ১২ টা পর্যন্ত।
আজকের উভয় স্টক এক্সচেঞ্জের বাজার বিশ্লেষণে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল্য সূচক শুরু থেকেই ইতিবাচক ধারাতে চললে এখন নেতিবাচক ধারাতে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে। এদিন বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে মাত্র ২৬ টি কোম্পানির দাম বেড়েছে এবং ১৪০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল এই সময়ে ১৩৭ কোটি টাকার লেনদেন হয়েছিল।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬,২১৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর নেতিবাচক ধারাতে লেনদেন চলছে।
অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের নেতিবাচক ধারাতে লেনদেন চলছে। আজ সিএসইতে বেলা ১২টা পর্যন্ত ১ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
একটি রেসপন্স
বাজারের শর্ট টাইম ট্রেন্ড পুরোটাই নিম্নমুখী অর্থাৎ ডাউনট্রেন্ড। আর এবারে ডাউনট্রেন্ড অনেকটা শক্তিশালী বলেই তো মনে হচ্ছে।