শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৫ টি কোম্পানি ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইপিএস প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
দেশের শেয়ার বাজারে ব্যাংক খাতে ৩৬ টি ব্যাংক তালিকাভুক্ত রয়েছে। ৩৬ টি ব্যাংকের মধ্যে ইতিমধ্যেই ৩৫ টি ব্যাংক তৃতীয় প্রান্তিক ইপিএস ঘোষণা করেছে। শুধুমাত্র গ্লোবাল ইসলামী ব্যাংক এখনো তৃতীয় প্রান্তিক ইপিএস প্রকাশের তারিখ জানায়নি।
৩৫ টি ব্যাংকের মধ্যে ১৮ টি ব্যাংকের গত বছরের চেয়ে তৃতীয় প্রান্তিকে তথা ৯ মাসে আয় (ইপিএস) বেড়েছে। বাকি ১৭ টি ব্যাংকের মধ্যে গত বছরের চেয়ে আয় (ইপিএস) কিছুটা কমেছে ১৪ টি ব্যাংকের এবং ৩ টি ব্যাংক তৃতীয় প্রান্তিকে লোকসানে পরেছে, যা গত বছরের চেয়ে ও বেশি লোকসান করেছে।
যারা সময় নিয়ে বিনিয়োগ করে তাদের অনেকেরই বিনিয়োগের তালিকায় ব্যাংক খাতের শেয়ার থাকে।
উল্লেখ্য, বাজার কারেকশন হওয়াতে ব্যাংক খাতের দাম অনেক নিচে চলে এসেছে, ফলে আগামীতে এই খাতের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ দেখা যেতে পারে।
যারা প্রকৃত বিনিয়োগকারী তাদের বিনিয়োগ তালিকায় অবশ্যই ব্যাংক খাতের শেয়ার হাতে থাকে। অবশ্য যারা শরীয়া মেনে চলেন তাদের অনেকেই এই খাতে বিনিয়োগ করেন না। তবে কিছু কিছু শরীয়া ব্যাংক ও আছে আমাদের দেশের পুঁজিবাজারে।
সার্বিকভাবে বাজার বিশ্লেষণ করলে দেখা যায় বড় বিনিয়োগকারগন ব্যাংক খাতে বিনিয়োগ করে ভালো ফল পান।বড় বিনিয়োগকারীগন এই খাতে বিনিয়োগ করে তারা পুঁজিবাজারে তালিকাভুক্ত অন্য সব শেয়ারের তুলনায় ভালো ডিভিডেন্ড পেয়ে থাকেন।
যারা ধারাবাহিকতা বজায় রেখে বিনিয়োগ করেন তাদের অনেকেরই পছন্দের তালিকায় প্রথমে থাকে ব্যাংক খাতের শেয়ার।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।