পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতে মোট ৩৫ টি ব্যাংকের শেয়ার আছে।ইতিমধ্যে মোট ১৬ টি ব্যাংক লভ্যাংশ ঘোষণা করেছে,এর মধ্যে ২ টি ব্যাংকের রেকর্ড তারিখও শেষ হয়েছে।
আগামি সপ্তাহে ,৩০ এপ্রিলের মধ্যে বাকি ১৯ ব্যাংকের লভ্যাংশ ঘোষণা আসবে।
যে ১৬ টি ব্যাংক লভ্যাংশ ঘোষণা করেছে সেগুলি হলোঃ সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকলিমিটেড ,সোসাল ইসলামী ব্যাংক লিমিটেড ,ব্যাংক এশিয়া লিমিটেড,ব্রাক ব্যাংক লিমিটেড,সিটি ব্যাংক লিমিটেড ,ডাস বাংলা ব্যাংক লিমিটেড ,ইস্টার্ন ব্যাংক লিমিটেড ,এক্সিম ব্যাংকলিমিটেড ,ফার্স্টসিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেড ,আইসিবি ইসলামি ব্যাংক লিমিটেড,প্রাইম ব্যাংক লিমিটেড ,পূবালী ব্যাংক লিমিটেড ,ট্রাস্ট ব্যাংক লিমিটেড ,ইউনাইটেডকমার্শিয়াল ব্যাংক লিমিটেড ও উত্তরা ব্যাংক লিমিটেড।
এ বছর তুলনামূলক বিচারে ব্যাংক গুলি দামের দিক বিবেচনায় নিলে চমৎকার লভ্যাংশঘোষণা করছে।