ঢাকা শেয়ার বাজার

১৯ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার ৪ আশ্বিন ১৪৩১

এটিবি মার্কেটে লংকাবাংলা সিকিউরিটিজের রেকর্ড পরিমান লেনদেন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

অবশেষে এটিবি মার্কেট অল্টারনেটিভ ট্রেডিং চালু হবার পরে ৭ম লেনদেনে এসে তালিকাভুক্ত লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের (LBSL)রেকর্ড পরিমান লেনদেন হয়েছে।

তালিকাভুক্তির পরে আজ কোম্পানিটির সর্বোচ্চ ৩৬ কোটি ০৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।১,৭০,০০,০০০ টি শেয়ার ২১.২০ টাকা দরে।

উল্লেখ্য, ৪ জানুয়ারী লেনদেন শুরু হলেও গত ৭ দিনে মাত্র ৫০০০ হাজার শেয়ারের লেনদেন হয়েছিল।

 

নিয়ম অনুযায়ী আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে কোম্পানিটির মোট ২ কোটি ৬৯ লাখ ৩ হাজার ৩২০টি শেয়ার বাজারে বিক্রি করতে হবে। আজ অব্দি সর্বমোট ১ কোটি ৭০ লাখ ৫ হাজার শেয়ারের হাত বদল সম্পন্ন হয়েছে। এর মধ্যে আজকেই লেনদেন হয়েছে ১.৭০ কোটি শেয়ার। কোম্পানিটিকে নির্ধারিত সময়ের মধ্যে আরও ৯৮ লাখ ৯৮ হাজার ৩২০টি শেয়ার বিক্রি করতে হবে।

এর আগে গত ৪ জানুয়ারি দুইটি কোম্পানি নিয়ে যাত্রা শুরু করে এটিবি নামক ঢাকা স্টক এক্সচেঞ্জের নতুন প্লাটফর্ম। দেশের শীর্ষ ব্রোকারেজ হাউজ লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড (LBSL) ইক্যুইটি সিকিউরিটিজ হিসাবে এবং প্রাণ এগ্রো লিমিটেড (PALUGB1) আনসিকিউড গ্যারান্টেট বন্ড ডেট সিকিউরিটিজ হিসাবে এই বোর্ডে তালিকাভুক্ত হয়েছে।

 

আজ এই নতুন এই বোর্ডের তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য শেয়ারের হাত বদল হয়েছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের। যার ৯২.৩১% শেয়ারের মালিক লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড যেটি মূল বোর্ডে তালিকাভুক্ত একটি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান। এটিবির শর্ত অনুযায়ী এই কোম্পানির শেয়ার ৩০ কর্মদিবসের মধ্যে ১০% শেয়ার বাজারে ছাড়তে হবে।

 

লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের পরিশোধিত মূলধন ২৬৯ কোটি ৩ লাখ ৩ হাজার ৩২০ টাকা এবং শেয়ার সংখ্যা ২৬ কোটি ৯০ লাখ ৩০ হাজার ৩৩২ টি। এই হিসাবে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের হাতে থাকা ২ কোটি ৬৯ লাখ ৩ হাজার ৩৪ টি শেয়ার বিক্রয় করতে হবে ১৪ ফেব্রুয়ারীর মধ্যে। আজ ১ কোটি ৭০ লাখ শেয়ার বিক্রয় করা হয় যার বাজার মূল্য ৩৬ কোটি ৪ লাখ টাকা এবং ইতোমধ্যে সর্বমোট ১ কোটি ৭০ লাখ ৫ হাজার শেয়ারের হাত বদল সম্পন্ন হয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার
error: বিষয়বস্তু সুরক্ষিত !!