সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন https://www.facebook.com/dhakasharebazar/
পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্মা খাতের কোম্পানি এডভেন্ট ফার্মা লিমিটেড (ADVENT)চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (অক্টোবর ‘২০২২-ডিসেম্বর’২০২২) ও (জুলাই ‘২০২২-ডিসেম্বর’২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ ৩০ জানুয়ারি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে।
২য় প্রান্তিকে কোম্পানিটি,গত ৩ মাসে (অক্টোবর’২০২২-ডিসেম্বর’২০২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.২৯ টাকা। গত
অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় ছিল ০.২৮ টাকা। গত ৩ মাসে কোম্পানিটির আয় আগের চেয়ে ১ পয়সা বেড়েছে ।
অপরদিকে ৬ মাসে (জুলাই ‘২০২২-ডিসেম্বর’২০২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.৬৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.৬৭টাকা। গত ৬ মাসে কোম্পানিটি আয় বেড়েছে প্রায় ২ পয়সা।
গত ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাস ফ্লোর হয়েছে ১ টাকা আগে ছিল ১.০৩ টাকা এবং নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ১৪.৬৫ টাকা।যা আগের বছর ছিল ১৪.১০ টাকা।