পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এন আর বি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড(NRBCBANK)এর ক্রেডিট রেটিং ফলাফল প্রকাশ করেছে।
কোম্পানিটির ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে, ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ECRL) ৩১ডিসেম্বর ,২০২২ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক বিবৃতির উপর ভিত্তি করে দীর্ঘমেয়াদে “A +” এবংস্বল্প মেয়াদে “ST-2” হিসাবে কোম্পানির রেটিং নিশ্চিত করেছেএবং রেটিং তারিখ পর্যন্তপ্রাসঙ্গিক গুণগত তথ্য অনুযায়ী এই রেটিং সম্পন্ন করেছে।