এনবিআর সংস্কার ঐক্য পরিষদের চলা তিন দিন কলম বিরতির পর কর্মসূচি আরও একদিন বাড়িয়েছে।
আজ শনিবার (১৭ মে) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
নতুন ঘোষণা অনুযায়ী আগামী রোববার (১৮মে) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কলম বিরতি পালন করবে সংগঠনটি। একই সাথে সংকট সমাধানে প্রধান উপদেষ্টার নির্দেশনায় কমিটি গঠন করা হলে আলোচনায় বসতে প্রস্তুত বলেও জানান তারা।
আরও পড়ুন: আগামীকাল স্পট মার্কেটে ৪ টি কোম্পানির লেনদেন হবে
তবে এসময় আন্তর্জাতিক যাত্রীসেবা, রপ্তানি এবং এনবিআরের জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রম এই কর্মসূচির বাইরে রাখা হয়েছে। এর আগে গত বুধ ও বৃহস্পতিবার এনবিআরের আওতাধীন সব কার্যালয়ে কলম বিরতি পালন করা হয়।
আরও পড়ুন: আজ বাজারে এলো টিএম মিলজার হোসেনের ‘নরক ভূমি’
অন্তর্বর্তী সরকার গত সোমবার মধ্যরাতে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ গঠনের অধ্যাদেশ জারি করে। এতে আপত্তি জানিয়ে প্রজ্ঞাপন বাতিলের দাবি তোলেন আয়কর ও শুল্ক ক্যাডারের সদস্যরা।