জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি চলছে আজও তৃতীয় দিনেও। ফলে দেশের আমদানি বাণিজ্যসহ রাজস্ব খাতের কর্মকাণ্ড বিঘ্নিত হচ্ছে।
ঢাকা, চট্টগ্রাম, যশোরের বেনাপোলসহ দেশের প্রায় সব কাস্টম হাউসের পাশাপাশি শুল্ক-কর কার্যালয় গুলোতেও তেমন কোনো কার্যক্রম চলছে না। বাড়ছে আমদানি-সংক্রান্ত ব্যবসা-বাণিজ্যের ভোগান্তি।
সকাল থেকে ঢাকা কাস্টমস হাউসে কোনো কাজ চলছে না। এ ছাড়া রাজধানীর অন্য ভ্যাট ও কর কার্যালয়েও তেমন কাজ হচ্ছে না। তবে অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী অফিসে এসেছেন।
আরও পড়ুন আজ খোলা আছে ব্যাংক, ব্যাংক পাড়ার নেই ভিড়
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে ক্যাডার ও নন-ক্যাডার কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে রাজস্ব খাতে কলমবিরতি কর্মসূচি চলছে। গত বুধ ও বৃহস্পতিবারের ধারাবাহিকতায় আজ তৃতীয় দিনে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত কলমবিরতি পালিত হচ্ছে।
প্রসঙ্গত, ঈদের ছুটি সমন্বয় করতে সরকারি নির্দেশে আজ শনিবার সব কার্যালয় খোলা। ফলে কলমবিরতি আজও চলছে।