কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তিতে নতুন যুগের পথযাত্রা। বিশ্বের প্রথম ওপেন হিউম্যানয়েড রোবট ফাউন্ডেশন মডেল, সামনে এনেছে প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া।
সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানগুলোর বার্ষিক সম্মেলন জিটিসি ২০২৫ এ এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং তাদের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ এবং অন্যান্য অগ্রগতি নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেন।
গত মঙ্গলবার (১৮ মার্চ) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় হয়ে গেল বার্ষিক সফটওয়্যার ডেভেলপার কনফারেন্স জিটিসি ২০২৫। এবারের আসরের অন্যতম আকর্ষণ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার নতুন ‘আইজ্যাক গ্রুট এন১’ চিপ। এটিই বিশ্বের প্রথম ওপেন হিউম্যানয়েড রোবট ফাউন্ডেশন মডেল বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জেনসেন হুয়াং।
মডেলটিতে ব্যবহার করা হয়েছে নতুন এক সিমুলেশন ফ্রেমওয়ার্ক। প্রতিষ্ঠানটির দাবি রোবটের গতি বাড়াতে সহায়তা করবে নতুন এই ফ্রেমওয়ার্ক।
রোবটিক্সকে আরও উন্নত করতে এনভিডিয়া, গুগল ডিপমাইন্ড এবং ডিজনি রিসার্চ একসঙ্গে নিয়ে এসেছে একটি ওপেন-সোর্স ফিজিক্স ইঞ্জিন। ‘নিউটন’ নামের এ ইঞ্জিনের প্রোটোটাইপও প্রদর্শিত হয় ঐ কনফারেন্সে। এরই মধ্যে জেনারেল মোটরস তাদের স্বয়ংক্রিয় গাড়ির প্রযুক্তিগত উন্নয়নে এনভিডিয়ার এআই চিপ এবং সফটওয়্যার ব্যবহারের ঘোষণা দিয়েছে।
প্রযুক্তির উন্নয়নে ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথাও জানায় এনভিডিয়া। চলতি বছরের দ্বিতীয়ার্ধে জিপিইউ চিপ ‘ব্ল্যাকওয়েল আলট্রা’ বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এই চিপের আরও উন্নত ও দ্রুতগতির সংস্করণ ‘ভেরা রুবিন’ চিপ সিস্টেম বাজারে আনা হবে আগামী বছরের মাঝামাঝি সময়ে।
এছাড়া এই সম্মেলনে এনভিডিয়া তাদের নতুন ডিজিএক্স ওয়ার্কস্টেশনও প্রদর্শন করেছে। ব্ল্যাকওয়েল চিপের ওপর ভিত্তি করে তৈরি এই ডিভাইসটি ডেল, লেনোভো এবং এইচপির মতো প্রতিষ্ঠান ব্যবহার করবে বলে জানা গেছে।
প্রযুক্তিবিদরা বলছেন, এতে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে আরেক বনেদি টেক জায়ান্ট অ্যাপল।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।