পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্যানারি খাতের কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেডের (APEXFOOT) চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (অক্টোবর ২০২৪ – ডিসেম্বর ২০২৪) ও (জুলাই ২০২৪ – ডিসেম্বর ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
গতকাল ২৬ জানুয়ারি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে।
২য় প্রান্তিকে কোম্পানিটি, গত ৩ মাসে (অক্টোবর ২০২৪-ডিসেম্বর ২০২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২.০৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় ছিল ১.৫৩ টাকা। গত ৩ মাসে কোম্পানিটির আয় আগের চেয়ে ৩৩ শতাংশ বেড়েছে ।
অপরদিকে ৬ মাসে (জুলাই ২০২৪ – ডিসেম্বর ২০২৪) ২ প্রান্তিক মিলে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩.৮৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২.৯৫ টাকা। গত ৬ মাসে কোম্পানিটি আয় ৩০ শতাংশ বেড়েছে।
এপেক্স ফুটওয়ারের উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা
গত ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাস ফ্লো হয়েছে ৭১.৩৪ টাকা যা আগে ছিল ৮২.৯২ টাকা এবং নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ৪৩১.৮৯ টাকা। যা আগের বছর ছিল ৪৩১.২৪ টাকা।