ঢাকা শেয়ার বাজার

৩ নভেম্বর ২০২৪ রবিবার ১৮ কার্তিক ১৪৩১

এফবিসিসিআই বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন পুঁজিবাজারের ৬ টি কোম্পানি ও পরিচালকবৃন্দ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

পুঁজিবাজারের তালিকাভুক্ত   টি কোম্পানি পরিচালকরা পেলেন এফবিসিসিআই বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড।

দেশের অর্থনীতিতে অবদান রাখা ব্যবসায়ীদের সম্মানিত করতে ১০ ব্যক্তি প্রতিষ্ঠানকেবিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অববাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FBCCI)।

গতকাল সোমবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বিজয়ীদেরহাতে পুরস্কার তুলে দেওয়া হয়। স্বাধীনতার ৫০ বছরে দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখায় পাঁচটি ক্যাটাগরিতে মোট ১০টি প্রতিষ্ঠান ব্যক্তিকে বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডদেয় এফবিসিসিআই। এর মধ্যে বিজনেস লিডারশিপ ক্যাটাগরিতে দুজন; শিল্প, বাণিজ্য, সেবা এবং কৃষি কৃষি বাণিজ্যে চারজন; তরুণ উদ্যোক্তা ক্যাটাগরিতে একজন, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা ক্যাটাগরিতে দুজন এবং নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে একজন সম্মানিত হন। ছাড়াও জুরি বোর্ডের বিশেষ ক্যাটাগরিতে দুজনকে সম্মানিত করা হয়।

পুঁজিবাজারের যে   টি কোম্পানি পরিচালকরা পেলেন এফবিসিসিআই বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড। কোম্পানিগুলি হলোঃ বেক্সিমকো ফার্মা , বিএসআরএম লিমিটেড, ন্যাশনাললাইফ ইন্সুরেন্স, এনার্জিপ্যাক পাওয়ার লিমিটেড,বসুন্ধরা পেপার মিলস লিমিটেড অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

বিজনেস লিডারশিপ ক্যাটাগরিতে এফবিসিসিআই বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান এমপি এবং বাংলাদেশ স্টিল রিরোলিং মিলসের (বিএসআরএম) চেয়ারম্যান আলী হোসাইন আকবর আলী।

দেশের অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য শিল্পে অলিম্পিকের ব্যবস্থাপনা পরিচালক মুবারক আলী, কৃষি কৃষি বাণিজ্যে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনাপরিচালক অঞ্জন চৌধুরী।

সেবা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কম্পানি লিমিটেড। ছাড়া বাণিজ্যে এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশীদ।

ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তা ক্যাটাগরিতে ক্রিয়েশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনাপরিচালক রাশেদুল করিম মুন্না, ট্যাম্পাকো ফয়েলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাফিউস সামি আলমগীর।

নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে কারিগরের ম্যানেজিং পার্টনার তানিয়া ওয়াহাব। তরুণ উদ্যোক্তা ক্যাটাগরিতে বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান পুরস্কার পেয়েছেন।

ছাড়াও জুরি বোর্ডের বিশেষ সম্মাননা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মাহবুবুর রহমান এবং ঐতিহ্য কারুশিল্প গবেষক মালেকা খান। ছাড়াও এফবিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেয়েছেন প্রখ্যাত সংগীত শিল্পী সাবিনা ইয়সামিনএবং বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি সালমান এফ রহমান।

উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন বলেন, ‘দেশের বাণিজ্য বিনিয়োগ সক্ষমতাকে বিশ্ব দরবারে পরিচিত করার প্রয়াস হিসেবে আমাদের এই আয়োজন। সেই সঙ্গে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে রপ্তানি বৃদ্ধি এবং কর্মসংস্থান তৈরিতে যারা বিশেষ অবদান রেখেছেন তাদেরকে সম্মানিত করতে আমরা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করেছি।

প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘জ্ঞান ভিত্তিক শিল্পায়নের লক্ষ্য অর্জনে শিল্প মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। সরকারের উন্নয়ন যাত্রার সহযাত্রি হিসেবে শিল্প উদ্যোক্তাদের স্বার্থ রক্ষায় বেশ কিছু আইন প্রবিধান প্রণয়ন করা হয়েছে। ছাড়া পুরনো আইন বিধিমালা সংশোধন আধুনিকায়ন করা হয়েছে।অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সহ আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যবসায়ী ব্যক্তিবর্গ।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার
error: বিষয়বস্তু সুরক্ষিত !!