ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো গত বছরের মতো ২০২৪ সালেও সাফল্যের রেশ ধরে রাখতে চায়। নতুন বছরের প্রথম দিনেই সাফল্যের নতুন আভাস দিল সংস্থাটি। গুরুত্বপূর্ণ স্যাটেলাইট মহাকাশে পাঠালেন ইসরোর বিজ্ঞানীরা।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আজ ১লা জানুয়ারি স্থানীয় সময় সকাল ৯টা ১০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে এক্সপোস্যাট স্যাটেলাইট মহাকাশে পাড়ি দিল। সফলভাবে উৎক্ষেপণ হয়েছে স্যাটেলাইটের। কৃষ্ণগহ্বর সংক্রান্ত একাধিক পরীক্ষা-নিরীক্ষা চালাবে এই স্যাটেলাইট।
সি৫৮ রকেটে করে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দেয় স্যাটেলাইট এক্সপোস্যাট। এটি মাত্র ২১ মিনিটে মহাকাশে ৬৫০ কিলোমিটার উচ্চতায় পৌঁছাবে। সি৫৮ রকেটের ৬০তম মিশন এটি। এই মিশনে এক্সপোস্যাটের সাথে আরও ১০টি স্যাটেলাইট পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপন করা হবে।
এক্সপোস্যাটে রয়েছে দুটি পেলোড— পোলিক্স (পোলারিমিটার ইনস্ট্রুমেন্ট ইন এক্স-রে) এবং এক্সস্পেক্ট (এক্স-রে স্পেকট্রোস্কোপি অ্যান্ড টাইমিং)। রমন রিসার্চ ইনস্টিটিউট এবং ইউআর রাও স্যাটেলাইট সেন্টার যৌথভাবে এই পেলোড তৈরি করেছে।
স্যাটেলাইট স্থাপনের পর বিজ্ঞানীরা পিএসএলভি– সি৫৮ রকেটকে পৃথিবীর দিকে ৩৫০ কিলোমিটার উচ্চতায় নিয়ে আসবেন। এর জন্য রকেটের ফোর্থ স্টেজটি ব্যবহার করা হবে। এখানে পিএসএলভি অরবিটাল এক্সপেরিমেন্টাল মডিউল- ৩ পরীক্ষা করা হবে। মহাকাশে পাঁচ বছর পরীক্ষা-নিরীক্ষা চালাবে এক্সপোস্যাট। এর আয়ুষ্কাল ২০২৮ সাল পর্যন্ত।
চন্দ্রপৃষ্ঠের ছবি পাঠাল ভারতের চন্দ্রযান–৩
এই স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশে এক্স-রে উৎসের সন্ধান করা হবে। এই স্যাটেলাইটের মাধ্যমে ইসরো ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর সম্পর্কে গবেষণায় নতুন তথ্য পেতে পারে। মহাকাশে কৃষ্ণগহ্বর তথা ব্ল্যাক হোলের উপস্থিতি, সন্ধান ও উৎসের তথ্য সংগ্রহ করার চেষ্টা করবে এক্সপোস্যাট স্যাটেলাইটটি। কোথায় কোথায় কৃষ্ণগহ্বর রয়েছে, তার খোঁজও মিলতে পারে। নতুন কৃষ্ণগহ্বরের ঠিকানার সন্ধানও মিলতে পারে।
এই ধরনের স্যাটেলাইট এর আগে একবারই মাত্র মহাকাশে পাড়ি দিয়েছে। নাসা ২০২১ সালে ওই স্যাটেলাইট উৎক্ষেপণ করে। আমেরিকার পর এবার ভারতই দ্বিতীয় দেশ যে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করল।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।