পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি এরামিট লিমিটেডের (ARAMIT) চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (অক্টোবর ২০২২-ডিসেম্বর ২০২২) ও (জুলাই২০২২-ডিসেম্বর ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
২০ ফেব্রুয়ারী অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে।
২য় প্রান্তিকে কোম্পানিটি, গত ৩ মাসে (অক্টোবর ২০২২-ডিসেম্বর ২০২২) শেয়ার প্রতি আয় হয়েছে ১.১০ টাকা। গত অর্থ বছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় ছিল ১.৯৮ টাকা। গত ৩ মাসে কোম্পানিটির আয় আগের চেয়ে কমেছে।
অপরদিকে ৬ মাসে (জুলাই ২০২২-ডিসেম্বর ২০২২) ২ প্রান্তিক মিলে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২.২৩ টাকা। গত অর্থ বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩.১২ টাকা। গত ৬ মাসে কোম্পানিটি আয় আগের সময়ের চেয়ে শতাংশ কমেছে।
গত ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাসফ্লো ঋণাত্মক হয়েছে ০.২২ টাকা, যা আগের বছর ঋণাত্মক ছিল ৮.৯২ টাকা। এবং নিট সম্পদ মূল্য(NAVPS) হয়েছে ১৫৩.৬০ টাকা।যা আগের বছর ছিল ১৫২.২৮ টাকা।