পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি এরামিট সিমেন্ট লিমিটেডের (ARAMITCEM) ২য় প্রান্তিক ইপিএস দেয়ার তারিখ জানিয়েছে।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে শেষ হওয়া দ্বিতীয় ত্রৈমাসিকের (কিউ-২) সময়ের জন্য কোম্পানির অনিরীক্ষিত আর্থিক বিবৃতি পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করবে।
আগামী ২০ ফেব্রুয়ারী, ২০২৩ তারিখ বিকাল ৪ টায় সভা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত বছর কোম্পানিটির ৩ মাসের (অক্টোবর -ডিসেম্বর) ইপিএস ঋণাত্মক ছিল ২.১৫ ছিল টাকা এবং ৬ মাসে (জুলাই – ডিসেম্বর) ২ প্রান্তিক মিলে ইপিএস ঋণাত্মক ছিল ৪.১১ টাকা।