সিঙ্গাপুরের স্পট মার্কেট থেকে কেনা এলএনজি বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বন্দরে আনলোড শেষ হয়েছে। এর আগেরদিন শুরু হয় আনলোড কার্যক্রম। সূত্র জানায়, এর ফলে দেশে গ্যাস সরবরাহ আরও বাড়বে।
সিঙ্গাপুরের স্পট মার্কেট থেকে কেনা ৬০ মেট্রিক টন এলএনজি নিয়ে জাহাজটি দেশে এসেছে।
পেট্রোবাংলা সূত্র বলছে, এখন এলএনজি সরবরাহের পরিমাণ সাড়ে ৫০০ মিলিয়ন ঘনফুটের কাছাকাছি। দুদিন আগেও যা সাড়ে ৪০০ মিলিয়ন ঘনফুট ছিল।
গত ১৯ ফেব্রুয়ারি সঞ্চালন লাইনে এলএনজি সরবরাহ হয়েছে ৪৪৪ মিলিয়ন ঘনফুট, ২০ ফেব্রুয়ারিতে ৪৯০, ২১ ফেব্রুয়ারি ৫২৯ এবং ২২ ফেব্রুয়ারিতে তা বেড়ে দাঁড়ায় ৫৪৭ মিলিয়ন ঘনফুট।
আজ ২৩ ফেব্রুয়ারি এলএনজি আনলোড শেষ হলে আগামী সপ্তাহ থেকে সরবরাহ আরও বাড়ানো হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধের কারণে দাম বেড়ে যাওয়াতে গত বছরের শেষ দিকে সরকার স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি বন্ধ করে দিলে, দেশে জ্বালানি সংকট দেখা দেয়। এতে বিদ্যুতে শিডিউল লোডশেডিং করা হয়।
সরকারের তরফ থেকে এক ঘণ্টা লোডশেডিংয়ের কথা বলা হলেও প্রকৃত লোডশেডিং তার চাইতে বেশি ছিল। এবারের গ্রীষ্মে লোডশেডিং এড়াতে ও বিদ্যুতে গ্যাস সরবরাহ ঠিক রাখতে আবারও স্পট মার্কেটের এলএনজি কেনার সিদ্ধান্ত নেয় সরকার। এখন স্পট মার্কেটের এলএনজির দামও কমে আসছে।