পুজিঁবাজারে তালিকাভুক্ত এসএমই খাতের (SME) শেয়ার নিয়ালকো এলুস লিমিটেডের(NIALCO) উদ্যোক্তা পরিচালক গাজী মোকাররম আলী চৌধুরীর হাতে থাকা ৯৩.৪০ লাখ শেয়ারের মধ্যে সারে ৭.৫০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।
উল্লেখ্য, আগামী ৪৫ কার্য দিবসের মধ্যে বাজার দরে ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেটে শেয়ার বিক্রি সম্পন্ন করবে।
খবরটি আজ ডিএসসির নিউজ বিভাগে বেলা ২.৫৪ মিনিটে প্রকাশিত হয়েছে।