পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএমই খাতের কোম্পানি নিয়ালকো এলয়সের লিমিটেডের (NIALCO)এর চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (জুলাই ‘২০২২-ডিসেম্বর’২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে।
২য় প্রান্তিকে কোম্পানিটি, গত ৬ মাসে (জুলাই ২০২২ ডিসেম্বর ২০২২)২ প্রান্তিক মিলে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১.৪১ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.১১ টাকা। গত ৬ মাসে কোম্পানিটি আয় আগের সময়ের চেয়ে ১১৮১ শতাংশ বেড়েছে।
গত ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাস ফ্লো হয়েছে ৯.৪৮ টাকা, যা আগের বছর ঋনাত্মক ছিল ৪.৩৮ টাকা। এবং নিট সম্পদ মূল্য(NAVPS) হয়েছে ১২.৯৩ টাকা, যা আগের বছর ছিল ১২.০২ টাকা।
উল্লেখ্য, কোম্পানিটির ইপিএস এবং এনওসিএফপিএস বাড়ার কারণ জানিয়েছে, কোম্পানি জানিয়েছে টার্নওভার বৃদ্ধির কারণে ইপিএস বাড়ানো হয়েছে এবং গ্রাহকদের কাছ থেকে প্রাপ্ত নগদ বৃদ্ধির কারণে এই সময়কালে NOCFPS বৃদ্ধি করা হয়েছে।