পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি এসকে ট্রিমস এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড (SKTRIMS) এর চলতি অর্থবছরের ৩য় প্রান্তিকের (জানুয়ারী ২০২৩ – মার্চ ২০২৩) ও (জুলাই ২০২২ – মার্চ ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
১৭ শে এপ্রিল অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে।৩য় প্রান্তিকে কোম্পানিটি গত ৩ মাসে (জানুয়ারী ২০২৩ – মার্চ ২০২৩) শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ০.২১ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় (EPS) ছিল ০.১৫ টাকা।
চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা আগের বছরের চেয়ে ৪০ শতাংশ বেড়েছে।
অপরদিকে চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই ২০২২ – মার্চ ২০২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ০.৮৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (EPS) ছিল ০.৬৪ টাকা। গত ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা আগের বছরের চেয়ে ৩৬ শতাংশ বেড়েছে।
গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ০.৪৭ টাকা যা আগের বছরে ছিল ০.২৭ টাকা। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) আগের বছরের চেয়ে ৭৪ শতাংশ বেড়েছে।
এবং কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ১৫.৫২ টাকা। যা আগের বছরে ছিল ১৪.৫৮ টাকা।
কোম্পানিটির মোট ৮ কোটি ৪৭ লাখ শেয়ার আছে এর মধ্যে মালিক পক্ষের হাতে শেয়ার আছে ৩১.২৩ শতাংশ ,প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ২৫.১১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে আছে ৪৩.৬৬ শতাংশ শেয়ার।
শেয়ারটির গত ১ বছরের দাম উঠানামা করেছে ২২.২০ টাকা থেকে ২৯.২০ টাকা।
শেয়ারটির ফ্লোর প্রাইজ ২৩.২০ টাকা।
একটি রেসপন্স
পেপারের লেখার মান বেশ,আপনাদের লেখার উপস্থাপন খুব সুন্দর