পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি এসকে ট্রিমস এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড (SKTRIMS) চলতি অর্থবছরের ৩য় প্রান্তিকের ইপিএস দেয়ার তারিখ জানিয়েছে।
কোম্পানিটি, ৩১ শে মার্চ, ২০২৩ তারিখে শেষ হওয়া (জানুয়ারী ২০২৩ – মার্চ ২০২৩) ও (জুলাই ২০২২ – মার্চ ২০২৩) তৃতীয় ত্রৈমাসিকের (কিউ-৩) সময়ের জন্য কোম্পানির অনিরীক্ষিত আর্থিক বিবৃতি পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করবে। আগামী ১৭ ই এপ্রিল ২০২৩, বেলা ৩ টা ৩০ মিনিটে সভা অনুষ্ঠিত হবে।
গতবছর কোম্পানিটির ৩য় প্রান্তিকের, ৩ মাসের (ইপিএস) আয় ছিল ০.১৫ টাকা এবং ৯ মাসের আয় ( ইপিএস) আয় ছিল ০.৬৪ টাকা।
উল্লেখ্য, কোম্পানিটির ইতিমধ্যেই ২য় প্রান্তিক ৬ মাসের আয় গতবছরের ৯ মাসের চেয়ে বেশি হয়েছে। এবছরের ৬ মাসের আয় ০.৬৬ টাকা, আর গতবছরে ৯ মাসের আয় ছিল ০.৬৪ টাকা।
দেশের অর্থনৈতিক সমস্যার মধ্যে কম হলেও কোম্পানির মুনাফার গ্রোথ ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে নিচ্ছে।