পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসি আই লিমিটেডের (ACI)একজন পরিচালকের শেয়ার ক্রয় সম্প্নন হবার ঘোষণা দিয়েছেন।কোম্পানি টি জানিয়েছে,কোম্পানির অন্যতম পরিচালক এম আনিস উদ দৌলা ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে,বিদ্যমান বাজার মূল্যে ২৫ জানুয়ারী ,২০২৩ তারিখে প্রচারিত ঘোষণা অনুযায়ী কোম্পানির ১,০০,০০০ শেয়ার (ব্লক মার্কেটে ৩৩,১৯৩ শেয়ার এবং পাবলিক মার্কেটে ৬৬,৮০৭ শেয়ার)ক্রয় সম্পন্ন করেছেন।