পুঁজিবাজারে তালিকাভুক্ত এসিআই লিমিটেড(ACI)এর
চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (অক্টোবর ‘২০২২-ডিসেম্বর’২০২২) ও (জুলাই ‘২০২২-ডিসেম্বর’২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
৩০ জানুয়ারি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে।
২য় প্রান্তিকে কোম্পানিটি ,গত ৩ মাসে (অক্টোবর’২০২২-ডিসেম্বর’২০২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১.৯৬ টাকা। গত
অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা। গত ৩ মাসে কোম্পানিটির আয় আগের চেয়ে ৪ পয়সা কমেছে ।
অপরদিকে ৬ মাসে (জুলাই ‘২০২২-ডিসেম্বর’২০২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে (১.৭৯) টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৫.২৫ টাকা। গত ৬ মাসে কোম্পানিটি লোকসানে।
গত ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাস ফ্লো ঋনাত্মক হয়েছে (৮০.৩৬ )টাকা যা আগে ছিল ৫.৩৪ টাকা এবং নিট সম্পদ মূল্য(NAVPS) হয়েছে ১২৮.২৯ টাকা।যা আগের বছর ছিল ১৩৫.২২ টাকা।
কোম্পানিটি EPS এবং NOCFPS-এ কমার কারণ জানিয়ে ,তারা জানিয়েছে মুদ্রার অবমূল্যায়ন, জ্বালানি মূল্য বৃদ্ধি, উচ্চ আমদানি মূল্য এবং বর্ধিত অর্থায়ন খরচের কারণে খরচ বৃদ্ধির কারণে একত্রিত EPS কমেছে যা গ্রুপের সামগ্রিক মুনাফাকে বিরূপভাবে প্রভাবিত করেছে। আসন্ন মাসগুলিতে ব্যবসা বৃদ্ধির সুবিধার্থে কার্যকরী মূলধনে বিনিয়োগের কারণে একত্রিত NOCFPS হ্রাস পেয়েছে।