ঢাকা শেয়ার বাজার

১৯ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার ৪ আশ্বিন ১৪৩১

এসিআই লিমিটেডের ২য় প্রান্তিক ইপিএস প্রকাশ ,ইপিএস কমার কারণ জানিয়েছে কোম্পানিটি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

পুঁজিবাজারে তালিকাভুক্ত এসিআই লিমিটেড(ACI)এর
চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (অক্টোবর ‘২০২২-ডিসেম্বর’২০২২) ও (জুলাই ‘২০২২-ডিসেম্বর’২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

৩০ জানুয়ারি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে।

২য় প্রান্তিকে কোম্পানিটি ,গত ৩ মাসে (অক্টোবর’২০২২-ডিসেম্বর’২০২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১.৯৬ টাকা। গত
অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা। গত ৩ মাসে কোম্পানিটির আয় আগের চেয়ে ৪ পয়সা কমেছে ।

অপরদিকে ৬ মাসে (জুলাই ‘২০২২-ডিসেম্বর’২০২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে (১.৭৯) টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৫.২৫ টাকা। গত ৬ মাসে কোম্পানিটি লোকসানে।

গত ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাস ফ্লো ঋনাত্মক হয়েছে (৮০.৩৬ )টাকা যা আগে ছিল ৫.৩৪ টাকা এবং নিট সম্পদ মূল্য(NAVPS) হয়েছে ১২৮.২৯ টাকা।যা আগের বছর ছিল ১৩৫.২২ টাকা।

কোম্পানিটি EPS এবং NOCFPS-এ কমার কারণ জানিয়ে ,তারা জানিয়েছে মুদ্রার অবমূল্যায়ন, জ্বালানি মূল্য বৃদ্ধি, উচ্চ আমদানি মূল্য এবং বর্ধিত অর্থায়ন খরচের কারণে খরচ বৃদ্ধির কারণে একত্রিত EPS কমেছে যা গ্রুপের সামগ্রিক মুনাফাকে বিরূপভাবে প্রভাবিত করেছে। আসন্ন মাসগুলিতে ব্যবসা বৃদ্ধির সুবিধার্থে কার্যকরী মূলধনে বিনিয়োগের কারণে একত্রিত NOCFPS হ্রাস পেয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার
error: বিষয়বস্তু সুরক্ষিত !!