পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের কোম্পানি এসোসিয়েট অক্সিজেন লিমিটেডের (AOL) চলতি অর্থবছরের ৩য় প্রান্তিকের ইপিএস দেয়ার তারিখ জানিয়ছে।
কোম্পানিটির ৩১ শে মার্চ, ২০২৩ তারিখে শেষ হওয়া (জানুয়ারী ,২০২৩ -মার্চ ২০২৩ ) ও (জুলাই ‘২০২২-মার্চ ২০২৩) তৃতীয় ত্রৈমাসিকের (কিউ-৩ ) সময়ের জন্য কোম্পানির অনিরীক্ষিত আর্থিক বিবৃতি পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করবে।
আগামী ২৫ শে মে , ২০২৩ তারিখ বিকাল ৩ টা ৩০ মিনিটে সভা অনুষ্ঠিত হবে।
গতবছর কোম্পানিটির ৩য় প্রান্তিকের, ৩ মাসের (ইপিএস) আয় ছিল ০.৪৬ টাকা এবং ৯ মাসের আয় ( ইপিএস) ছিল ১.৩৪ টাকা।
খবর টি আজ ডিএসইর নিউজ বিভাগে প্রকাশিত হয়েছে।