ঢাকা শেয়ার বাজার

৮ নভেম্বর ২০২৫ শনিবার ২৩ কার্তিক ১৪৩২

এয়ারবাস উড়োজাহাজ নিয়ে বিপাকে ক্যাথে প্যাসিফিক

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

হংকং-এর ফ্ল্যাগশিপ ক্যারিয়ার ক্যাথে প্যাসিফিক এয়ারবাস ‘এ থ্রি ফাইভ জিরো’ মডেলের উড়োজাহাজ নিয়ে বিপাকে। সম্প্রতি জুরিখে একটি এয়ারবাসে যান্ত্রিক ত্রুটি ধরা পরার পর পরীক্ষা-নিরীক্ষায় আরও ১৫টি উড়োজাহাজের ইঞ্জিনে ধরা পড়ে সমস্যা। বাতিল করা হয় বেশিরভাগ ফ্লাইট।

এরইমধ্যে ৩টি উড়োজাহাজের সমস্যা সমাধান হলেও বাকি এয়ারবাসগুলো পুনরায় চালু করতে সময় লেগে যেতে পারে আরও প্রায় এক সপ্তাহ।

বিশ্বজুড়ে আকাশপথে ভ্রমণে যাত্রীদের পছন্দের তালিকায় বরাবরই শীর্ষে বোয়িং এবং এয়ারবাসের উড়োজাহাজ। যুক্তরাষ্ট্রের মাল্টিন্যাশনাল উড়োজাহাজ প্রস্তুতকারক কোম্পানি বোয়িং আর ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস।

বর্তমানে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রীয় বিমান সংস্থার পাশাপাশি বিভিন্ন প্রাইভেট এয়ারলাইন্স কোম্পানি ব্যবহার করছে এয়ারবাসের অত্যাধুনিক উড়োজাহাজগুলো।

হংকং এর ফ্ল্যাগ ক্যারিয়ার জনপ্রিয় এয়ারলাইন্স ক্যাথে প্যাসিফিকের বহরেও রয়েছে বোয়িং ও এয়ারবাসের বিভিন্ন মডেলের উড়োজাহাজ। এবার, এয়ারবাসের এ৫৩০ মডেলের উড়োজাহাজ নিয়ে দুশ্চিন্তায় ক্যাথে প্যাসিফিক।

সম্প্রতি জার্মানির জুরিখে ক্যাথে প্যাসিফিকের এ৫৩০ মডেলের এয়ারক্রাফটের ইঞ্জিনে ত্রুটি ধরা পড়লে বাতিল করা হয় বেশ কয়েকটি ফ্লাইট। পাশাপাশি পরীক্ষা নিরাক্ষা করা হয় এই মডেলের বেশিরভাগ উড়োজাহাজের ইঞ্জিন। যার ফলাফল দেখে চক্ষু চড়কগাছ সংশ্লিষ্টদের।

১৫টি এয়ারবাসের ইঞ্জিনেই পাওয়া যায় ত্রুটি। যদিও ক্যাথে প্যাসিফিক কর্তৃপক্ষের দাবি, উড়োজাহাজের ইঞ্জিনের উপাদানে এই ধরণের সমস্যা এটিই প্রথম। এরইমধ্যে সমস্যা সমাধানে কাজ শুরু করার কথাও জানায় প্রতিষ্ঠানটি।

এদিকে উড়োজাহাজের ইঞ্জিন উপাদানে কি ধরণের সমস্যা দেখা দিয়েছে সেই সম্পর্কে সুনির্দিষ্ট কোন তথ্য প্রকাশ করেনি ক্যাথে প্যাসিফিক। ধারণা করা হচ্ছে, ইঞ্জিনের জ্বালানি ট্যাংকারের সামনের একটি অংশে তৈরি হয়েছে জটিলতা।

এদিকে যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় টোকিও ও সিঙ্গাপুরে বাতিল করা হয় ক্যাথে প্যাসিফিকের এয়ারবাস দিয়ে পরিচালিত ২৪টিরও বেশি ফ্লাইট। পর্যবেক্ষণ করা হচ্ছে বাকি উড়োজাহাজগুলোও।

সবকিছু ঠিকঠাকের পর আগামী ৭ সেপ্টেম্বর পুনরায় এয়ারবাসের এই উড়োজাহাজগুলো চালু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।