আজ সোমবার ১০ ই এপ্রিল ২০২৩, সপ্তাহের ২য় দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের মূল সূচক ডিএসইএক্স সূচক ১২.৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২০১.৫৫ পয়েন্টে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩.৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৪৪.৫৪ পয়েন্টে। ডিএস ৩০ সূচক ৩.০৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১৯৭.০৭ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৬৯.৪৯ কোটি টাকার। গতকাল ছিল ৪৯৮.৮১ কোটি টাকা। আজ গতদিনের চেয়ে ২৯.৩২ কোটি টাকার কম লেনদেন হয়েছে।
আজ ডিএসইতে দাম বেড়েছে ৩৬ টি কোম্পানির। দাম কমেছে ৮৮ টি কোম্পানির এবং দাম অপরিবর্তীত ছিল ১৮৭ টি কোম্পানির। আজ ডিএসইতে তে মোট ৩১১ কোম্পানির লেনদেন হয়েছে।
আজ ৫৬ টি শেয়ারের ব্লকে মোট লেনদেন হয়েছে ৪৮.৮০ কোটি টাকা, গতকাল ব্লোকে মোট ৬৪ শেয়ারের ট্রেড হয়েছিল ৩৮.১২ কোটি টাকা। আজ ব্লকে গত দিনের চাইতে ট্রেড বেশি হয়েছে ১০.৬৮ কোটি টাকা। সে হিসাবে আজকের মূল মার্কেটের লেনদেন হয়েছে ৪২০.৬৯ কোটি টাকা।যা গতকাল ছিল ৪৬০.৬৯ কোটি টাকা। সে হিসাবে আজ গতকালের চেয়ে মূল মার্কেটে লেনদেন কম হয়েছে ৪০ কোটি টাকার।
আজ শীর্ষ ২০ দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় ১০ টি খাতের শেয়ার ছিল। আজ দাম বাড়ার শীর্ষে ছিল বি ক্যাটাগরির বিচ হ্যাচারি লিমিটেড। আজ শীর্ষ ২০ দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় বহুদিন পরে ভাল মৌলভিত্তি সম্পনা চামড়া খাতের কোম্পানি এপেক্স ফুটওয়্যার উঠে এসেছে।
আজ শীর্ষ ২০ দাম কমার শীর্ষ তালিকায় ৯ টি খাতের শেয়ার ছিল। আজ যে সব শেয়ার কমার তালিকায় ছিল, সে গুলোর বেশ কয়েকটি গত কয়েকদিন দাম বৃদ্ধির শীর্ষে ছিল। আজ দাম কমার শীর্ষ তালিকার প্রথমে ছিল আলহাজ্ব টেক্সটাইল লিমিটেড ।গতকাল ও কোম্পানিটি দাম কমার শীর্ষ তালিকার প্রথমে ছিল।
আজ শীর্ষ ২০ (ভলিউম) শেয়ারের সংখ্যার দিক দিয়ে লেনদেনে ১১ টি খাতের শেয়ার ছিল। আজ টপ ২০ শেয়ার সংখ্যার (ভলিউম) দিক দিয়ে প্রথমে ছিল মিডন্যান্ড বাংক লিমিটেড।উল্লেখ্য সদ্য আইপিও তে আসা মিডন্যান্ড বাংক লিমিটেড,ব্যাংকটির আজ রেকর্ড পরিমাম লেনদেন হয়েছে, আজ ব্যাংকটির ১ কোটি ১৯ লাখ ৩৩ হাজার ৭৬৯ টি শেয়ারের লেনদেন হয়েছে। অথচ ব্যাংক খাতের অনেক জায়ান্ট ব্যাংকের লেনদেনের চিত্র দেখে হতাস হতে হয়।সাভাবিক ভাবে প্রশ্ন জাগে এই ব্যাংকের হটাৎ এত কেন লেনদেন হচ্ছে।
আজ শীর্ষ ২০ (ট্রেড ভ্যালু) লেনদেনের শীর্ষের তালিকায় বিভিন্ন খাতের শেয়ার ছিল। আজ শীর্ষ ২০ (ট্রেড ভ্যালু) লেনদেনের শীর্ষের তালিকায় ছিল চামড়া খাতের জায়ান্ট কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেড।
অপরদিকে দেশের ২য় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক শুরুতে বেশ ইতিবাচক ধারাতে শুরু হলেও দিনশেষে নেতিবাচক ধারাতে আজকের লেনদেন শেষ হয়েছে। তবে সূচক কমলেক বেড়েছে লেনদেন।আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১১.১৬ পয়েন্ট কমে সূচক অবস্থান করছে ১৮২৯৮.১৩ পয়েন্টে।
আজ সিএসইতে মোট ১০.৬৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকাল ছিল ৫.১৮ কোটি টাকা। আজ সিএসইতে গত দিনের চেয়ে ৫ কোটি ৫০ লাখ টাকার বেশি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
আজ সিএসই তে মোট ১১৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে মাত্র ২২ টির, কমেছে ৩৭ টির এবং অপরিবর্তিত ছিল ৫৭ টি কোম্পানির।
আজ সিএসইতে দাম বৃদ্ধির শীর্ষে থাকা তালিকায় বিভিন্ন খাতের শেয়ার উঠে এসেছে। তবে আজ দাম বাড়ার শীর্ষে ছিল বেশির ভাগই স্বল্প মূলধনী কোম্পানির শেয়ার। আজ দাম বাড়ার শীর্ষে ছিল লিগেছি বিচ হ্যাচারি লিমিটেড।
আজ সিএসইতে দাম বৃদ্ধির শীর্ষে থাকা ১০ টি শেয়ার।
আজ উভয় স্টক এক্সচেঞ্জে শুরুতে সূচক কিছুটা ইতিবাচক ধারাতে শুরু হলেও শেষ পর্যন্ত সূচকের নেতিবাচক প্রবণতার মধ্য দিয়ে আজকের লেনদেন শেষ হয়েছে।
ঈদের আগে এমন হতাশাজনক বাজার দেখে বিনিয়োগকারীদের দারুন ভাবে হতাশাগ্রস্ত হতে দেখা গেল। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের বিভিন্ন হাউজের গিয়ে দেখা গেল বেশ কিছু বিনিয়োগকারী ও অফিসারদের মধ্যে কোন কর্মচঞ্চলতা নেই, অলস সময় পার করছেন কর্মরতরা। কেউ কেউ টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছেন। দুই তিনটি হাউজের অফিসের অফিসার এতটাই হতাশ, তারা আক্ষেপ করে বলছেন এবার ঈদ বোনাস পাবেন না, অন্যদিকে শেয়ার বাজার ও খারাপ সেখান থেকেও যে বিক্রি করে কিছু লাভ হবে, সে অবস্থান ও নেই অনেকদিন যাবৎ।
৬/৭ জন বিনিয়োগকারী একথা শুনে বললেন লাভ তো পরের কথা, কিছু শেয়ার বিক্রি করে যে কিছু টাকা তুলবো, সে অবস্থাও নেই। কেননা ফ্লোর প্রাইজ এর কারণে বিক্রিও করতে পারছি না।
লাভ আছে এমন শেয়ারও বিক্রি করতে না পেরে একজন প্রবীন বিনিয়োগকারী ব্যাপক ভাবে উত্তেজিত হয়ে বললেন এ কেমন বাজার বাবা! আমার শেয়ার আমি বিক্রি করতে পারবো না, এটা কোন কথা হলো।আমার লাভ আছে কি লস আছে সেটা দেখার দায়িত্ব, তো অন্যে কেউ দেখবেনা তাহলে আমি এখন প্রয়োজনের সময় শেয়ার বিক্রি করতে পারব না এটা হতে পারেনা। এর একটি বিহিত হওয়া জরুরী।
একটি রেসপন্স
কঠিন অবস্থা