দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ওয়ান ব্যাংক পিএলসি ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তির আওতায় যমুনা সেতুর টোল প্লাজায় স্থাপিত বুথের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হবে।
সম্প্রতি এক অনুষ্ঠানে ওয়ান ব্যাংকের এমডি মো. মনজুর মফিজ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক রশিদুল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) ও যুগ্ম সচিব আলতাফ হোসেন সেখ, পরিচালক (অর্থ ও হিসাব) ও যুগ্ম সচিব খন্দকার নুরুল হক, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মিজানুর রহমান এবং প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস।
এছাড়া ওয়ান ব্যাংকের পক্ষে ছিলেন এএমডি এজেডএম সালেহ এবং এএমডি ও হেড অব বিজনেস শাব্বির আহমেদ।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।