পুঁজিবাজারের তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি (WALTONHIL) এর একজন অন্যতম উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। যার রেফারেন্স চিঠি নং বিএসইসি চিঠি নং BSEC/SRMIC/160-2020(Part-I)/200
কোম্পানির অন্যতম উদ্যোক্তা পরিচালক এস এম আশরাফুল আলম তার ধারণকৃত ৬,৫৯,১০,১০৮ টি শেয়ারের মধ্যে ১ লাখ শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে প্রচলিত বাজার মূল্যে (পাবলিক বাজারে) বিক্রি করার ইচ্ছা প্রকাশ করেছেন, পরবর্তী ৩০ কার্য দিবসের এর মধ্যে।
খবরটি ডিএসসি নিউজ বিভাগে বেলা ২.৪৫ মিনিটে প্রকাশিত হয়েছে।
একটি রেসপন্স
Walton should have bought shares during the market crash, but instead they want to sell shares🤔