পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্মাসিটিউক্যালস খাতের ওরিয়ন গ্রুপের ২ টি কোম্পানি ওরিয়ন ফার্মা লিমিটেড ও ওরিয়ন ইনফিউশান লিমিটেড কোম্পানি দুটি নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে।
উল্লেখ্য ওরিয়ন ফার্মা ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল এবং ওরিয়ন ইনফিউশান ২০ শতাংশ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।(উল্লেখ্য ওরিয়ন ইনফিউশান প্রথমে ১০বোনাস +১০ নগদ লভ্যাংশ দিয়েছিল, পরে ইনফিউশানের ঘোষণাকৃত ১০ শতাংশ বোনাস লভ্যাংশ বিএসইসির নির্দেশে নগদে রুপান্তর করা হয়েছে)
কোম্পানি ২টি জানিয়েছে যে, তারা ৩০ শে জুন ২০২২ তারিখে সমাপ্ত বছরের জন্যে সংশ্লিষ্ট শেয়ার হোল্ডারদের নগদ লভ্যাংশ বিএফটিএন এর মাধ্যমে ব্যাংক একাউন্টে বিতরণ সম্পন্ন করেছে।
খবরটি ডিএসইর নিউজ বিভাগে আজ প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য, ডিএসইর বা সিএসইর নিউজ বিভাগে নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে এমন খবর প্রকাশিত হবার পরে, যদি কোন বিনিয়োগকারী লভ্যাংশের টাকা না পায়, তাহলে তাদের অবশ্যই সেই কোম্পানির শেয়ার বিভাগের সাথে যোগাযোগ করে লভ্যাংশ সংগ্রহ করতে হবে।