চট্টগ্রাম বন্দর চলতি অর্থবছরে কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড গড়েছে। ১৫ জুন পর্যন্ত বন্দরে কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে ৩১ লাখ ৭১ হাজার ৭৭৯ টিইইউস। যা গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৬৩ শতাংশ বেশি।
বন্দর কর্তৃপক্ষের দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থান, ঈদের ছুটি, কাস্টমস কর্মকর্তাদের কলম বিরতিসহ নানা কারণে বন্দরের হ্যান্ডলিং কার্যক্রম প্রায় দুই মাস বাধাগ্রস্ত হয়। তবে সব বাধা কাটিয়ে গত অর্থবছরের চেয়েও বেশি কনটেইনার হ্যান্ডলিং করেছে বন্দর কর্তৃপক্ষ।
আরও পড়ুন আজ বাজারে এলো টিএম মিলজার হোসেনের ‘নরক ভূমি’
বন্দরের অটোমেশান সার্ভিস সুবিধা, ই-গেট পাস চালু এবং কনটেইনার অপারেটিং সিস্টেম আধুনিকায়নসহ কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টায় এ সাফল্য মিলেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।