ঢাকা শেয়ার বাজার

২৪ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার ১১ বৈশাখ ১৪৩২

কবি আরফিনা’র কবিতা ‘হাতছানি’

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

হাতছানি

এখনো ডেকেই চলেছে সে—
শান্ত নদীর হাতছানির মতো !

যাবতীয় ধিক্কার সহ্য করেও
চৌরাস্তার মোড়ে
পথ আটকানোর কথা ভাবেনি কখনো ।

অন্ধকারকেও সাদার মত দেখে নিঃশব্দে, আর
বিহ্বল চোখে শুধু তাকিয়ে থাকে…

সচল পয়সা হাত বদল হয়ে যায়
গভীর অজানায়।

সে জানে,
অচল পয়সা ওড়ে দশ দিগন্ত জুড়ে ! ভয়ে ভয়ে
সে লিখে রাখে এইসব কারসাজি,
আর ডাকে করুণ সুরে।

একমাত্র সে-ই জানে,
হিংস্রতা কিভাবে ক্ষুধার্তের খাবার কেড়ে নেয় !
সে ডাকে, হাতছানি দেয়, ডেকেই চলে সে…

 

আরও পড়ুন…

কবি আরফিনা’র কবিতা ‘জোনাকিরা জ্বলে নেভে’

কবি আরফিনা’র কবিতা ‘কান্না’

কবি রফিক উল ইসলামের কবিতা ‘ঘর’

Author

  • তরুণ প্রজন্মের দ্বিতীয় দশকের কবি আরফিনা। তাঁর জন্ম ৮ সেপ্টেম্বর ১৯৯৫ পশ্চিমবঙ্গের দঃ ২৪ পরগনা জেলায়। প্রবল ব্যক্তিসত্তার অন্তর্মুখী ভাবনা তাঁর কবিতার প্রধান অবলম্বন। কখনো বা তিনি কিছুটা প্রথাভাঙা। অসহায়তা আর বেদনাতুর জীবনের পর্বে পর্বে লুকিয়ে থাকে যে অসাম্য, সেই সব ক্ষতস্থানেও তিনি কিছুটা আলো ফেলতে চান। তিনি উচ্চারণ করেন তাঁর নিজস্ব বোধের ঘরানাকে সঙ্গী করে। ঝরে পড়া অভিমানও তাঁর কবিতাকে জোনাক-দীপ্ত করে তোলে। আরফিনা জোনাকি নামে একটি কবিতাপত্রের সম্পাদনা করে থাকেন।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।