হে কামুক
হে কামুক অন্ধ পুরুষ
তোমার অনেক উন্মাদনা
ভোগের উদ্ধত আনন্দ প্রেয়সীর স্তনে।
তবে তোমার কি অনুভবে আছে ?
স্তনের ঠিক দু’ইঞ্চি নিচে তাঁর হৃদয়!
তাঁর ওখানে কি আনন্দ?
নাকি…
তাঁর ওখানে কি ঝড় বৃষ্টি?
নাকি হৃদয় স্পন্দনে শুষ্কতা?
কিংবা মরুভূমি? শূন্যতা?
Author
-
টি এম মিলজার হোসেন একজন বাংলা ভাষার কবি। তিনি সর্বদা ব্যতিক্রম কবিতা লিখে থাকেন, তিনি স্রোতের বিপরীতে হাঁটা মানুষ। তার কবিতার প্রধান বিষয়বস্তু দেশ, মানুষ, মনুষ্য প্রাণী, প্রকৃতি, মানব আদর্শ, হতাশা, দাহকাল, নরক ভূমি, সমসাময়িক অস্থির সময়, মনুষ্যত্ব বোধ, অধর্ম, হিংসা ও হিংস্রতা। তার কর্মজীবন মূলত পুঁজিবাজার নিয়ে। পুঁজিবাজার তার পেশা হলেও তার অপরিসীম ভালবাসা সাহিত্যে। তিনি নরওয়ে থেকে প্রকাশিত বাংলা পত্রিকা ‘সাময়িকী’র সাবেক মাল্টিমিডিয়া সম্পাদক। বর্তমানে ‘ঢাকা শেয়ার বাজার ডট কম’ এর নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
View all posts
একটি রেসপন্স