নরকে যেতে চাই
হে ঈশ্বর তোমার ইচ্ছা সৃষ্টি
স্বর্গ-নরক দুটাই,
সবাই চায় স্বর্গে যেতে নরকে নয়!
আমি তোমায় সৃষ্টি শ্রদ্ধায়
আর আমার কৃতকর্মে
দু’পায়ে দাপিয়ে নরক যেতে চাই ।
আচ্ছা হে ঈশ্বর
তোমার নরকে একটা ছোট ঘর হবে?
একলা থাকার উপায়,
আমি যে বড় ঘেন্না করি
তোমার মনুষ্য প্রাণী
আর তার মুদ্রা ।
আমার নরক কামাই
মনে হয় তা একেবারেই কম নয়,
যারা স্বর্গ না কামায়,
কিন্তু স্বর্গে যেতে চায়,
ওদের সাথে নরক কুটির শেয়ারে
মন আমার ন’চায় ।
ঈশ্বর আমি মনে হয় বড়ই পাপাত্মা
কারণ
আমি আলুবাদী নই
আমি যে আলুবাদী বিপরীত পক্ষ,
ভরা মজলিসে
আমি খেজুর বিরোধী,
বেশ্যা পাড়ায় আমি
ভাই বিরোধী,
আমি এখানে কেবলই প্রেমহীন নারীর কাছে
নষ্ট খদ্দের, শরীর ভিখারি, প্রেম ভিখারি।
যজ্ঞের মাঠে
আমি পুরুত বিরোধী।
হে ঈশ্বর
কোথাও আমি সহমতে সঠিক নই
তোমার মর্তভূমিতে আমি ভালো নই,
যদিও আমি ভোগ বিলাসে আয়েসে লোভী,
তব কৃতকর্মে ।
আমি তোমায় সৃষ্টি শ্রদ্ধায়
আর আমার কৃতকর্মে
দুপায়ে দাপিয়ে নরকে যেতে চাই
হে ঈশ্বর
আমি পাপ কামাই, কামাই বলে
একাকী এক ঘর
নরকে যেতে চাই…
পড়ুন…
কবি টিএম মিলজার হোসেনের কবিতা ‘নীল যৌবন’
কবি টিএম মিলজার হোসেনের কবিতা ‘ভয়ঙ্কর’
কবি লিটন রাকিবের কবিতা ‘বিষাদের দিনে’
Author
-
টি এম মিলজার হোসেন একজন বাংলা ভাষার কবি। তিনি সর্বদা ব্যতিক্রম কবিতা লিখে থাকেন, তিনি স্রোতের বিপরীতে হাঁটা মানুষ। তার কবিতার প্রধান বিষয়বস্তু দেশ, মানুষ, মনুষ্য প্রাণী, প্রকৃতি, মানব আদর্শ, হতাশা, দাহকাল, নরক ভূমি, সমসাময়িক অস্থির সময়, মনুষ্যত্ব বোধ, অধর্ম, হিংসা ও হিংস্রতা। তার কর্মজীবন মূলত পুঁজিবাজার নিয়ে। পুঁজিবাজার তার পেশা হলেও তার অপরিসীম ভালবাসা সাহিত্যে। তিনি নরওয়ে থেকে প্রকাশিত বাংলা পত্রিকা ‘সাময়িকী’র সাবেক মাল্টিমিডিয়া সম্পাদক। বর্তমানে ‘ঢাকা শেয়ার বাজার ডট কম’ এর নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
View all posts