শরৎ জন্ম
অমিতো জীবন লিখিনা, কবিতাও না!
সর্বোচ্চ সংখ্যক বিচ্ছেদ ও নষ্ট জীবনের কষাঘাত,
আমার মহামায়ার কবিতা..
ঠিক যেমন আমি চাইনি অস্তিত্ব, অনাকাঙ্খিত জন্মজীবন,
যেমনটা ঠিক স্বাদে নয়, প্রেমে নয়, ভালোবাসায় নয়,
আশ্লেষে নয় কিংবা রেখাচিত্রে নয়,
অলস বেকার অপদার্থ সময়ের ভারে
বোধহীন প্রাণীর আদিম সঙ্গমে
এ যেন পৃথিবীর সমান বয়সী অনর্থক জন্মফল,
ঠিক শরৎ আকাশের মেঘের মতো অদ্ভুত খেয়ালী শৈল্পিক
বয়েই চলে…
তবুও তো কিছু থাকে!
কিছু কিছু অকৃত্রিম ভালোবাসায় ডাকে,
কে বলে পৌরাণিক ঈশ্বর বহুদূর?
‘শরৎ জন্ম’ কবিতাটি শুনতে এখানে ক্লিক করুন
আরও পড়ুন ও দেখুন 👇
কবি টি এম মিলজার হোসেনের কবিতা ‘শরতের জলদস্যু’
কবি টিএম মিলজার হোসেনের কবিতা ‘হে কামুক’
কবি টি এম মিলজার হোসেনের কবিতা ‘বসুন্ধরা’
বুকের মধ্যখানে বাস করে ধানসিঁড়ি ও বনলতা!
প্রিয় প্রিয়তমা মেঘোমালাকে লেখা বিয়ে বর্ষে শরতাকাশের চিঠি: টি এম মিলজার হোসেন
কবি লিটন রাকিবের কবিতা ‘বিষাদের দিনে’
কবি রফিক উল ইসলামের কবিতা ‘ঘর’
Shoroter Jolodossu শরতের জলদস্যু ভিডিও
Author
-
টি এম মিলজার হোসেন একজন বাংলা ভাষার কবি। তিনি সর্বদা ব্যতিক্রম কবিতা লিখে থাকেন, তিনি স্রোতের বিপরীতে হাঁটা মানুষ। তার কবিতার প্রধান বিষয়বস্তু দেশ, মানুষ, মনুষ্য প্রাণী, প্রকৃতি, মানব আদর্শ, হতাশা, দাহকাল, নরক ভূমি, সমসাময়িক অস্থির সময়, মনুষ্যত্ব বোধ, অধর্ম, হিংসা ও হিংস্রতা। তার কর্মজীবন মূলত পুঁজিবাজার নিয়ে। পুঁজিবাজার তার পেশা হলেও তার অপরিসীম ভালবাসা সাহিত্যে। তিনি নরওয়ে থেকে প্রকাশিত বাংলা পত্রিকা ‘সাময়িকী’র সাবেক মাল্টিমিডিয়া সম্পাদক। বর্তমানে ‘ঢাকা শেয়ার বাজার ডট কম’ এর নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
View all posts