জন্মদিন
জন্মদিনের কথা ভুলে গেছি বলে
গাছের শিকড়ে অভিমান…
পাতারা ফেরালো মুখ, ফুল্ল রেনু
গান থামিয়ে দিয়ে ধরল বাতাসের হাত
সমস্ত রাত কেটে গেল অনুশোচনায়
কেন এত জন্মদিন ভুলি?
সে কি মৃত্যুর তুলি হাতে সর্বক্ষণ
ছবি আঁকার ফল!
আর যে জল জমে থাকে আমার মর্ম মূলে
সেও তো আমারই মনের ভুলে অবিরল…
অবিরল -জন্মজল হয় তারই মূল দেশে
তবে কেন ভালোবেসে গাছ মনে রাখে না সে কথা !
নীরবতা…
নীরবতাটুকু শুধু জাইলেম দিয়ে
সরব সালোকসংশ্লেষে আত্মীকরনীত…
হায় ভীত লতা, ফ্লয়েমে ফ্লোয়েমে
সমগ্র সত্তায় প্রেরণ করেছ সেই রস
সব কলা সব কোশ বিরাগের বশে হল অভিমান
তবু আমার গান শুনেছে তোমার ফুলের পাপড়িরা
না হয় মনেরই ভুলে জিজ্ঞেস কোরো…