দেশের শিল্প কলকারখানা ও বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন চলমান রাখতে পণ্যের আমদানি ঋণপত্র খোলায় ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক ও গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এলসির নগদ মার্জিন সংরক্ষণের হার নির্ধারণ করা যাবে বলে জানিয়েছে আর্থিক খাতের সংস্থাটি।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সকল ব্যাংকে পাঠিয়েছে।
সার্কুলারে বলা হয়, শিল্প কারখানা ও বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সচল রাখতে বাজারে ইঞ্জিন ওয়েল বা লুব্রিকেন্টের সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে লুব্রিকেন্টস ও উৎপাদন সংশ্লিষ্ট পণ্যের এলসি খোলার ক্ষেত্রে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নগদ মার্জিন সংরক্ষণের হার নির্ধারণ করা যাবে।
সার্কুলারে বলা হয় যে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হল। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করা হবে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।
2 Responses
ধন্যবাদ আপনাদের খবর আমাদের মতো বিনিয়োগ নারীদের অনেক উপকারে আসবে।
অর্থনৈতিক বিষয়ে আরও তথ্যমূলক সংবাদ পরিবেশন করলে বিনিয়োগকারীগণ upkৃত হবে