শেয়ার বাজার একটি সম্পূর্ণ পরিকল্পনা মাফিক ব্যবসা। এখানে সঠিক পরিকল্পনা নিয়ে ব্যবসা করা উচিত। একজন বিনিয়োগকারী কোন কোম্পানিতে দীর্ঘমেয়াদি বিনিয়োগের পরিকল্পনা করার পূর্বে, অবশ্যই প্রতিষ্ঠানটির বিভিন্ন বিষয় দেখে নেয়। তার মধ্যে ক্রেডিট রেটিং অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগের আগে ক্রেডিট রেটিং দেখা খুবই গুরুত্বপূর্ণ।
কারণ ক্রেডিট রেটিং একটি কোম্পানির ব্যবস্থাপনার গুণগতমান স্বল্পকালীন ও দীর্ঘকালীন আর্থিক স্বচ্ছলতা তুলে ধরে। নিম্নে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর দীর্ঘমেয়াদী ও স্বল্প মেয়াদে দীর্ঘ মেয়াদে যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার হয় এবং রেটিং সম্পর্কে বিস্তারিত বিবরণ দেয়া হলো-
AAA = সেরা নিরাপদ কোম্পানী।
AA+, AA-, AA = সর্বোচ্চ নিরাপদ কোম্পানী।
BBB+, BBB-, BBB = মোটামুটি নিরাপদ কোম্পানী।
BB+, BB-, BB = অপর্যাপ্ত নিরাপদ কোম্পানী।
B+, B-, B = ঝুকিপূর্ণ কোম্পানী।
C = অধিক ঝুকিপূর্ণ কোম্পানী।
D=ঝুকির পরিমান মাত্রাতিরিক্ত।
#স্বল্প মেয়াদে ক্রেডিট রেটিং চিহ্ন গুলি কি
ST-1=রিস্ক ফ্রি কোম্পানী।
ST-2= রিস্ক খুব কম ।
ST-3 =রিস্ক মোটামুটি কম কোম্পানী।
ST-4= স্যাটিসফ্যাকটরি কোম্পানী।
ST-5 =ডিফল্ট হবার রিস্ক খুব বেশি।
ST-6 =ডিফল্ট কোম্পানী।
উল্লেখ্য, প্রতিটি কোম্পানি তাদের ওয়েব সাইটে ক্রেডিট রেটিং প্রকাশ করে থাকে। এছাড়াও ডিএসই ও সিএসইর ওয়েব পেইজে প্রকাশ করে ।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।