পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্মাসিটিউক্যালস খাতের কোম্পানি একমি পেস্টিসাইড লিমিটেড (ACMEPL) কোম্পানির ক্যাটাগরি পবিবর্তন হয়েছে। কোম্পানিটিকে ‘N’ ক্যাটাগরি থেকে ‘B’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
আগামিকাল সোমবার ১৩ ফেব্রুয়ারী ২০২৩, থেকে কোম্পানিটি ‘B’ ক্যাটাগরিতে লেনদেন হবে। উল্লেখ্য কোম্পানিটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
খবর টি ডিএসইর নিউজ বিভাগে আজ প্রকাশিত হয়েছে।