আজ ১লা জুন ২০২৩, মাসের প্রথম দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৬৪ টি প্রতিষ্ঠানের মধ্যে ৭১ টি শেয়ারের দাম কমেছে।
আজ শীর্ষ দাম পতনের তালিকায় ছিল ১১ টি খাতের শেয়ার। আজ দাম পতনের তালিকায় বিভিন্ন খাতের শেয়ার চলে এসেছে।
আজ সারাদিন বিভিন্ন শেয়ার পতন তালিকায় দেখা যায়। আজ কিছু কিছু শেয়ার দাম পতনের তালিকা থেকে বের হয়ে দাম বৃদ্ধির তালিকায় চলে গিয়েছে আবার কয়েকটি শেয়ার দাম বৃদ্ধির তালিকা থেকে বের হয়ে দিনশেষে নেতিবাচক ধারাতে চলে এসেছে।
উল্লেখ্য, আজকের দাম পতনে থাকা বেশ কিছু শেয়ার গত কয়েকদিন দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় ছিল।
আজ শেয়ারের দাম সবচেয়ে বেশি দাম কমেছে জুট স্পিনার লিমিটেড। এর পরে ছিল ইমাম বাটন, ন্যাশনাল টি কোম্পানি, লিগেছি ফুটওয়ার ও ঝিলবাংলা সুগার মিল।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ টাওয়ারের ৪ টি হাউজে দিনের শুরুতে ও দিনের শেষ ভাগে গিয়ে একই বিনিয়োগকারীদের দুই রকমের অবস্থানে দেখা গেল। সকালে যাদের উজ্জীবিত দেখা গিয়েছিল দিনশেষে তাদের মুখের দিকে তাকানো যায়না এমন অবস্থা।
আবার কয়েক জনকে দিনের শুরুতে হতশাগ্রস্ত দেখা গেলেও দিনের শেষ ভাগে লাইফ ইন্সুইরেন্সের শেয়ারের দাম বাড়াতে দারুণ উজ্জীবিত দেখা গেল।
বিষয়টি মোটেও উত্তম নয়। শেয়ারের দাম বাড়া কমা নিয়ে বিনিয়োগকারীদের এমন হুটহাট মনের অবস্থা পরিবর্তন হলে তারা অসুস্থ হয়ে পরবেন। তাই বিনিয়োগকারীদের উচিৎ পারিপার্শিক সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিনিয়োগ করা।
যে যতটুকু ঝুঁকি নিতে পারবে, ততটুকুই ঝুঁকি নেয়া উচিৎ শেয়ার বাজারে। একথা ভুলে গেলে হবেনা যে শেয়ার বাজার হুটহাট ব্যবসা ক্ষেত্র নয়, এখানে প্লানিং করে মানিম্যানেজমেন্ট করেই বিনিয়োগকারীদের আগাতে হবে।