ঢাকা শেয়ার বাজার

১৬ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার ৩ ফাল্গুন ১৪৩১

খাত ভিত্তিক বিভিন্ন শেয়ার মূল্য বৃদ্ধির তালিকায় থাকায় বিনিয়োগকারীরা কিছুটা আশান্বিত

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

আজ বুধবার ২৯ শে মার্চ ২০২৩, উভয় স্টক এক্সচেঞ্জের সূচক উঠানামার মধ্যে দিয়ে ছিল, তবে লেনদেন গতকালের চেয়ে বেড়েছে।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল সূচক আজ শুরু থেকে শেষ পর্যন্ত ইতিবাচক ধারাতে ছিল তবে আজ সারাদিন সূচক উঠানামা মধ্যে ছিল।

আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৮২.৬৮ কোটি টাকার শেয়ার। যা গতদিন ছিল ২৭২.০৫ কোটি টাকার শেয়ার। আজ ডিএসইতে গত দিনের চেয়ে ১১০.৬৩ কোটি টাকার বেশি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

 

আজ লেনদেনে মূল সূচক ডিএসইএক্স সূচক ৩.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬১৯৬.৭৫ পয়েন্টে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ২.০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৪৭.৬৮ পয়েন্টে। ডিএস ৩০ সূচক ৩.৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২২০৬.৮ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩০৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৮০ টির, দাম কমেছে ২৭ টির এবং দাম অপরিবর্তিত ছিল ১৯৮ টির।

আজ ডিএসইতে টপ ২০ গেইনিং তালিকায় বিভিন্ন খাতের শেয়ার উঠে এসেছে। তবে আজকের টপ গেইনিং তালিকায় লোপেইডের শেয়ার বিশেষ করে বি ক্যাটাগরির শেয়ারের প্রধান্য ছিল।

আজ ডিএসইর মোট লেনদেন ৩৮২.৬৮ কোটি টাকা,  ব্লক মার্কেটের লেনদেন ৩৭.৩৬ কোটি টাকা, সে হিসাবে আজকের মূল মার্কেটের লেনদেন হয়েছে ৩৪৫.৩২ কোটি টাকা, যা গতকাল ছিল ২৪১.৩৪ কোটি টাকার।

সে হিসাবে আজ মূল মার্কেটে গতকালের চেয়ে ১০৩.৯৮ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।

 

অপরদিকে দেশের ২য় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক শুরুতে বেলা ১২ টা পর্যন্ত ইতিবাচক ধারাতে থাকলেও, দিন শেষে সূচক গতকালের চেয়ে ২.২২ পয়েন্ট কমে আজকের লেনদেন শেষ হয়েছে তবে সূচক কমলেও লেনদেন গতদিনের চেয়ে বেড়েছে।

আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২.২২ পয়েন্ট কমে সূচক অবস্থান করছে ১৮২৭৭.৭৫ পয়েন্টে।

আজ সিএসইতে মোট ৫.১৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকাল ছিল ৪.২২ কোটি টাকা। আজ সিএসইতে গত দিনের চেয়ে ৯২ লাখ টাকার বেচি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

আজ সিএসই তে মোট ৯৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৩ টির, কমেছে ২১ টির এবং অপরিবর্তিত ছিল ৩৫ টি কোম্পানির।।

আজ সিএসই তে টপ ২০ গেইনিং তালিকায় বিভিন্ন খাতের শেয়ার উঠে এসেছে। আজ সিএসইতেও ডিএসইর মতো টপ গেইনিং তালিকায় লোপেইডের শেয়ার বিশেষ করে বি ক্যাটাগরির শেয়ারের প্রধান্য ছিল।

বাজার চলাকালীন বেশ কয়েকটি হাউজে গিয়ে দেখা গেল আজকে বাজারে বেশ কিছু খাত থেকে বিভিন্ন শেয়ার, টপ গেইনিং তালিকায় চলে আসাতে বিনিয়োগকারীদের কিছুটা আশান্বিত হতে।

একজন প্রবীণ বিনিয়োগকারী জানালেন বাজার খারাপ থাকলেও কোন কোন খাতের শেয়ারের যদি ভালো গতি থাকে বিনিয়োগকারীরা কিছুটা হলেও আশাবাদী হতে পারে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন সরকার একটু তদারকি করলেই বাজার ভালো হয়ে যেত।

তিনি আরো বলেন, তবে বাজার তখনই ভালো হবে যখন বাজারে ভালো মৌলভিত্তির ও বড় মূলধনি শেয়ার গুলির ধারাবাহিক লেনদেন হবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।