গতকাল ৩০ এপ্রিল,২০২৩ অনুষ্ঠিত হয়েছিল ১৪ টি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সভা ,১৪ টি ব্যাংকের মধ্যে ঢাকা শেয়ার বাজার পত্রিকার প্রতিনিধিগন ১৩ টি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত ফলাফল জানতে পেরেছে ,শুধুমাত্র ওয়ান ব্যাংক লিমিটেডের লভ্যাংশ এর খবর পাওয়া যায় নি।ইনশাআল্লাহ আগামী কাল আমাদের পত্রিকায় পুরো ব্যাংকের খাতের লভ্যাংশের তালিকা এক্সেল সিটের মাধ্যমে সহজ ভাবে প্রকাশ করা হবে।
১৩ টি ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিকপ্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর যে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে সেগুলি হলোঃ
১).আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডঃ ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে,এর মধ্যে১২ শতাংশ নগদ ও ৩ শতাংশ বোনাস লভ্যাংশ।
২).এনসিসি ব্যাংক লিমিটেডঃ ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে,এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাসলভ্যাংশ।
৩).মিচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডঃ ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
৪).এনআরবিসি ব্যাংক লিমিটেডঃ ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে,এর মধ্যে ৭.৫০ শতাংশ নগদ ও ৪.৫০ শতাংশ বোনাসলভ্যাংশ।
৫).ইউনিয়ন ব্যাংক লিমিটেডঃ ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
৬).স্টান্ডার্ড ব্যাংক লিমিটেডঃ ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে,এর মধ্যে ২.৫০ শতাংশ নগদ ও ২.৫০ শতাংশ বোনাসলভ্যাংশ।
৭).ঢাকা ব্যাংক লিমিটেডঃ ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে,এর মধ্যে ৬ শতাংশ নগদ ও ৬ শতাংশ বোনাসলভ্যাংশ।
৮).সাউথ ইস্ট ব্যাংক লিমিটেডঃ ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে,এর মধ্যে ৬ শতাংশ নগদ ও ৪ শতাংশ বোনাসলভ্যাংশ।
৯).মারকেন্টাইল ব্যাংক লিমিটেডঃ ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে,এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাসলভ্যাংশ।
১০).ন্যাশনাল ব্যাংক লিমিটেডঃ কোন লভ্যাংশ ঘোষণা করেনি ব্যাংকটি।
১১).রুপালি ব্যাংক লিমিটেডঃ কোন লভ্যাংশ ঘোষণা করেনি ব্যাংকটি।
১২)এবি ব্যাংক লিমিটেডঃ কোন লভ্যাংশ ঘোষণা করেনি ব্যাংকটি।
১৩).প্রিমিয়ার ব্যাংক লিমিটেডঃ ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে,এর মধ্যে ১২.৫০ শতাংশ নগদ ও ৭.৫০ শতাংশবোনাস লভ্যাংশ।
সার্বিকভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যে বেশিরভাগ ব্যাংকের লভ্যাংশ ঘোষণা চমৎকার হয়েছে।যারা বাজারে ডিভিডেন্ড ইয়েল্ড রেশিও দেকে বিনিয়োগ করে নিঃসন্দেহে তারা এই বছর ব্যাংক খাতের শেয়ার তাদের পছন্দের তালিকায় রাখবে।