ঢাকা শেয়ার বাজার

১৯ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার ৪ আশ্বিন ১৪৩১

গতদিনের পতনে থাকা বাজারকে ইতিবাচক ধারায় নিয়ে আসলো ইন্সুরেন্স খাত

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

আজ বুধবার ৭ই জুন ২০২৩, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) মূল্য সূচক দারুন ইতিবাচক ধারাতে শেষ হয়েছে। গতদিনের পতন বাজারকে টেনে তুলে ইতিবাচক ধারায় নিয়ে এসেছে ইন্সুরেন্স ও লাইফ ইন্সুরেন্স খাত।

গতদিনের অস্বাভাবিক পতনের পরে ইন্সুরেন্স খাতের শেয়ারের দাম বাড়াতে এই খাতের বিনিয়োগকারীরা যেন আনন্দে আত্মহারা। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন গতদিনের চেয়ে বেশ কমেছে।

 

গতদিনের অস্বাভাবিক পতনের পরে বাজার নিয়ে আজ বেশির ভাগ বিনিয়োগকারীই আতংকে ছিল। দিনশেষে আজ বাজার সূচকের ইতিবাচক ধারাতে আসায় বিনিয়োগকারীগন হাফ ছেড়ে বেঁচেছে।

আজ ডিএসইতে মোট ৭৮২.৬৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে ডিএসইতে ১০৮৬.৮৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। আজ গত কর্মদিবসের চেয়ে লেনদেন কম হয়েছে ৩০৪.১৯ কোটি টাকার।

আজকের বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২২.৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৩৩৮.৯৮ পয়েন্টে। অন্য সূচক গুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৭৫.৩৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০.৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১৮৯.২১ পয়েন্টে।

 

আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে মোট ৩৪৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। এর মধ্যে দাম বেড়েছে ১২৩ টি, দাম কমেছে ৪৬ টি এবং দাম অপরিবর্তিত রয়েছে ১৭৮ টি কোম্পানির।

 

আজ ডিএসইতে দাম বৃদ্ধির শীর্ষ ২০ তালিকায় ২টি খাতের শেয়ার ছিল, এর মধ্যে ১৮ শেয়ারই ছিল ইন্সুরেন্স খাতের ১২টি ও লাইফ ইন্সুরেন্স খাতের ৬ টি শেয়ার।

গতকাল পতনে থাকা বাজারেও দাম বাড়ার শীর্ষ তালিকায় ইন্সুইরেন্স খাতের ৬ শেয়ার ছিল।

আজ ডিএসইতে দাম বৃদ্ধির শীর্ষে থাকা ২০ টি শেয়ারের তালিকা।

 

অপরদিকে দেশের ২য় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক বাড়লেও লেনদেন গতদিনের চেয়ে কমেছে। আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩৫.৭৫ পয়েন্ট বেড়ে সূচক অবস্থান করছে ১৮৭০৩.২৪ পয়েন্টে।

আজ সিএসইতে মোট ১৪.০৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকাল ছিল ১৮.৪৯ কোটি টাকা। আজ সিএসইতে গত দিনের চেয়ে ৪ কোটি ৪২ লাখ টাকার কম শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

আজ সিএসইতে মোট ২১০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭৪ টির কমেছে ৪৬ এবং দাম অপরিবর্তিত ছিল ৯০ টি কোম্পানির।

আজ সিএসইতে দাম বৃদ্ধির শীর্ষে থাকা তালিকায় বেশির ভাগই ছিল ইন্সুইরেন্স খাতের শেয়ারের পরে ছিল খাদ্য খাতের শেয়ার।

আজ সিএসইতে দাম বৃদ্ধির শীর্ষে থাকা ১০ টি শেয়ার।

 

আজ লেনদেন চলাকালীন সময়ে কয়েকটি হাউজের অফিসে গিয়ে কিছু বিনিয়োগকারীদের উপস্থিতি লক্ষ্য করা গেল। অনেকদিন পরে ইন্সুইরেন্স খাতের শেয়ারের দাম বাড়ার কারণে এই খাতের যাদের শেয়ার ছিল, এমন বেশ কিছু বিনিয়োগকারীদের বেশ উজ্জিবিত দেখা গেল।

বিশেষ করে গতকালের অস্বাভাবিক দর পতনের পরে ইন্সুরেন্স খাতের শেয়ার এভাবে ইতিবাচক হবে অনেকেই কল্পনাও করেননি।

অসংখ্য বিনিয়োগকারী ইন্সুইরেন্স খাতের দাম বাড়ার কারণে অনেক খুশি। আজ অনেকেই ইন্সুইরেন্স ও লাইফ ইন্সুইরেন্স খাতের শেয়ার বিক্রি করে, অন্য খাতের পতনে পরে দাম কমায় সেসব শেয়ার কিনেছে। যা বাজারের জন্যে দারুন ইতিবাচক দিক। ইন্সুরেন্সের মত এভাবে মৌল ভিত্তিক শেয়ারের ফ্লোর ভেঙে যখন লেনদেন হবে তখন বাজারের চেহারা পালটে যাবে ধারণা করছেন বাজার সংশ্লিষ্টরা।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার
error: বিষয়বস্তু সুরক্ষিত !!