গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৪০০ টি কোম্পানির লেনদেন হয়েছে, এর মধ্যে দাম বেড়েছে ২৭ টির, দাম কমেছে ১৫১ টির, দাম অপরিবর্তিত ছিল ১৯৭ টির এবং কোন লেনদেন হয়নি ২৫ টি কোম্পানির।
গত সপ্তাহে ৫ দিনে মোট লেনদেন হয়েছে ২,১১১ কোটি গড়ে প্রতিদিন লেনদেন হয়েছে ৪২২ কোটি টাকা। গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছিল ৪৭০.৮৪ কোটি টাকা ,এবং সবচেয়ে কম লেনদেন হয়েছিল৩৪০.৩৩ কোটি টাকার।
গত সপ্তাহে বাজারে উল্লেখ্য যোগ্য তেমন কোন লেনদেন ছিলনা। পুরো সপ্তাহ জুড়ে বিনিয়োগকারীদের হতশার মধ্য দিয়ে কেটেছে। নিন্মে গত সপ্তাহের বাজারের টপ গেইনার, টপ লুজার ও টপ ট্রেড লেনদেন নিয়ে আলোকপাত করা হলোঃ
সাপ্তাহিক (TOP GAINER) বা দাম বাড়ার শীর্ষে ছিল আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড। সপ্তাহ জুড়ে শেয়ারটির দাম বেড়েছে ১৫.১২ শতাংশ এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছিল।
ডিএসইতে সাপ্তাহিক দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বেঙ্গল উইনসোরের দাম বেড়েছে ১৩.৯১ শতাংশ, এডিএন টেলিকমের দাম বেড়েছে ১০.৫৪ শতাংশ, মুন্নু এগ্রোর দাম বেড়েছে ৯.৬৭ শতাংশ, বীচ হ্যাচারীর দাম বেড়েছে ৭.৯৫ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের দাম বেড়েছে ৭.৭৯ শতাংশ, ফাইন ফুডের দাম বেড়েছে ৬.৩১ শতাংশ, এপেক্স ফুটওয়ারের দাম বেড়েছে ৬.২৭ শতাংশ, আইসিবি এএমসিএল থার্ড এনআরবিরদাম বেড়েছে ৬.১৫ শতাংশ এবং বাংলাদেশ ল্যাম্পের দাম বেড়েছে ৫.৭৮ শতাংশ।
সাপ্তাহিক (TOP LOSER) বা দাম পতনের শীর্ষে ছিল আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ড। সপ্তাহ জুড়ে ফান্ডটির দাম কমেছে ২৪.২৪ শতাংশ এর মাধ্যমে মিচুয়াল ফান্ডটি ডিএসইর সাপ্তাহিক দাম পতনের তালিকার শীর্ষে উঠে এসেছিল।
ডিএসইতে সাপ্তাহিক দাম পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের দাম কমেছে ৯.৮০ শতাংশ, শাইনপুকুর সিরামিকের দাম কমেছে ৯.৩৯ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের দাম কমেছে ৯.৩১ শতাংশ, ই-জেনারেশনের দাম কমেছে ৮.৮৫ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের দাম কমেছে ৮.৪১ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের দাম কমেছে ৮.২৫ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের দাম কমেছে ৮.১৭ শতাংশ, বিডি থাই ফুডের দাম কমেছে ৭.৭৯ শতাংশ এবং জেনেক্স ইনফোসিসের দাম কমেছে ৭.১৬ শতাংশ ।
সাপ্তাহিক (TOP TRADE VALUE ) লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সপ্তাহ জুড়ে কোম্পানিটির ১ কোটি ০৪ লাখ ১৩ হাজার ৬৬৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪৩ কোটি ৮১ লাখ ৭৭ হাজার টাকা।
লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৩৮ লাখ ৮৫ হাজার ১৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪০ কোটি ৩১ লাখ ০৪ হাজার টাকা।
লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিক লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ১০ লাখ ১২ হাজার ৬৪৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৩ কোটি ৫৭ লাখ ৩২ হাজার টাকা। লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড , সোনালী পেপার লিমিটেড, সী পার্ল রিসোর্ট, এপেক্স ফুটওয়্যার লিমিটেড, জেমিনি সিফুড লিমিটেড, ওরিয়ন ইনফিউশন লিমিটেড এবং আমরা নেটওয়ার্কস লিমিটেড।
সার্বিকভাবে বাজার বিশ্লেষণ করে দেখা গেল গত সপ্তাহে বাজার নিয়ে আশানুরূপ কোন অবস্থান ছিল না। বাজার নিয়ে বিনিয়োগকারীরা চরম আস্থার সংকটে ভুগছেন। কোন কিছুতেই যেন কিছু হচ্ছেনা। ইস্যু ছাড়াই বাজার দোদুল্যমান অবস্থায় দুলছে।
গত বৃহস্পতিবার বিভিন্ন অনলাইন পেপারে একটি খবর প্রকাশ হয়েছে প্রধানমন্ত্রীর সাথে বিএসইসির চেয়ারম্যান সাহেব দেখা করেছেন, এ বিষয়টি নিয়ে বিনিয়োগকারীদের কিছুটা আশান্বিত হতে দেখা গেল। দেখা যাক নতুন সপ্তাহে বাজার কেমন আচরণ করে।