পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি তৌফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি (LOVELLO) চলতি অর্থবছরের ৩য় প্রান্তিকের ইপিএস দেয়ার তারিখ জানিয়েছে।
কোম্পানিটির ৩১ শে মার্চ ২০২৩, শেষ হওয়া (জানুয়ারী ২০২৩ – মার্চ ২০২৩) ও (জুলাই ২০২২ – মার্চ ২০২৩) তৃতীয় ত্রৈমাসিকের (কিউ-৩ ) সময়ের জন্য কোম্পানির অনিরীক্ষিত আর্থিক বিবৃতি পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করবে।
আগামী ৩০ শে এপ্রিল ২০২৩ তারিখ বেলা ৩ টা ৩০ মিনিটে সভা অনুষ্ঠিত হবে।
গতবছর কোম্পানিটির ৩য় প্রান্তিকের, ৩ মাসের (ইপিএস) আয় ছিল ০.৫৮ টাকা এবং ৯ মাসের আয় ( ইপিএস) ছিল ১.১৩ টাকা।
উল্লেখ্য, কোম্পানিটির এই বছরে মুনাফার ধারাবাহিকতা বজায় রেখে আগাচ্ছে। করোনা মহামারির সংকট কাটিয়ে কোম্পানিটি বেশ ভালো ভাবে আগাচ্ছে। গত প্রান্তিক ও চলতি প্রান্তিকে সারা দেশজুড়ে তাপদাহের কারণে আইসক্রিমের চাহিদা বেশ বেড়েছে, যে কারণে আগামীতে কোম্পানিটির মুবাফার ধারা অব্যাহত থাকার কথা।
কোম্পানিটি বেশকিছু দিন যাবৎ ফ্লোর প্রাইজে লেনদেন হচ্ছে, ফ্লোর প্রাইজ ৩৭.৯০ টাকা।
কোম্পানিটির মোট শেয়ার ৮.৫০ কোটি এর মধ্যে মালিক পক্ষের শেয়ার আছে ৪৪.৬৫ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ২০.২০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের আছে ৩৫.১৫ শতাংশ শেয়ার।