ঢাকা শেয়ার বাজার

১৬ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার ৩ ফাল্গুন ১৪৩১

গরুর মাংস ৫০ গ্রামও বিক্রি করছে স্বপ্ন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

কেজি নয়, গ্রাম হিসেবে গরুর মাংস বিক্রি শুরু করেছে সুপারশপ স্বপ্ন। উচ্চ মূল্যস্ফীতির ধাক্কায় দেশের অনেক অঞ্চলে এখন ছোট ছোট প্যাকেটে বিক্রি হচ্ছে নিত্যপণ্য। এবার সেই ধারায় গরুর মাংস বিক্রির সিদ্ধান্ত নিয়েছে তারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বল্প আয়ের ক্রেতাদের সুবিধার্থে ২৫০ গ্রাম বা তার কম, অর্থাৎ গ্রাম হিসেবে গরুর মাংস বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে দেশের অন্যতম বৃহৎ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান স্বপ্ন।

গত বছরের শুরু থেকেই মূল্যস্ফীতির সূচক মাথাচাড়া দিতে শুরু করে। সেই ধারা এখনো চলছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে স্বল্প আয়ের মানুষের পক্ষে পাতের খাবার কমানো ছাড়া উপায় নেই। দেশের বিভিন্ন স্থান থেকে খবর আসছে, নিম্ন আয়ের অনেক মানুষ মাংস কিনতে পারছেন না। এ বাস্তবতায় গরুর মাংস গ্রাম হিসেবে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে স্বপ্ন।

এ বিষয়ে স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, গ্রাহকদের কথা চিন্তা করে ২৫০ গ্রাম বা তার কম গ্রাম গরুর মাংস বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে ‘স্বপ্ন’। যেসব আউটলেটে গরুর মাংস বিক্রি হয়, সেসব আউটলেটে এখন থেকে ২৫০, ২০০, ১০০ বা ৫০ গ্রাম গরুর মাংস কেনা যাবে।

আজ শুক্রবার থেকে স্বপ্নের আউটলেটগুলোতে এমন সুবিধা পাচ্ছেন গ্রাহকেরা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পার্শ্ববর্তী দেশ ভারতে টুকরা হিসেবে মাছ-মাংস বিক্রি হয় অনেক আগে থেকেই। উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলেও একইভাবে বিক্রি হয়। তবে বড় শহরে এখনো এর প্রচার নেই। অনেকে আবার টুকরা হিসেবে মাংস কিনতে লজ্জা পান। বিশেষ করে নিম্ন আয়ের মানুষেরা সরাসরি বলতে পারেন না। এমন ক্রেতাদের সুবিধার্থে এ ব্যবস্থা নিয়ে এল স্বপ্ন।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।